গত ২০ জানুয়ারি ২০২০ খ্রীষ্টাব্দ রোজ সোমবার ফৈলজানা ধর্মপল্লীর উপকেন্দ্র নেংড়ী গ্রামের প্রতিপালক ধন্য বাসিল আন্তনী মেরী মরো’র পর্ব পালন করা হয়। এ পর্বোপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি হিসেবে খ্রীষ্টভক্তগণ নয় দিনের নভেনা প্রার্থনা করেন। পর্ব দিনের খ্রীষ্টযাগের শুরুতে গীর্জার বাইরে থেকে ধন্য বাসিল মরো’র প্রতিকৃতি বহন করে গীর্জায় স্থাপন করা হয়। অতপর নব অভিষিক্ত যাজক কাউন্ট রোজভেল্ট রোজারিও, সিএসসি প্রতিকৃতিতে মাল্যদান ও ধূপারতি করে খ্রীষ্টযাগ আরম্ভ করেন। উপদেশে ফৈলজানা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, সিএসসি বলেন, “ধন্য বাসিল মরো পরিবারের আদলেই পবিত্র ক্রুশ সংঘ স্থাপন করেছিলেন। তাই এ সংঘের সভ্য-সভ্যাগণ সেই আদর্শেই জীবনযাপন ও সেবাকাজ করছেন। তাদের আত্মত্যাগে সমগ্র খ্রীষ্টমণ্ডলী এবং আমরাও তাদের সেবাকাজের সুফল লাভ করছি। তাই আমাদেরকেও মণ্ডলী ও অন্যদের জন্য ত্যাগস্বীকার করতে হবে, বিশেষ করে আমাদের ছেলেমেয়েদেরকে খ্রীষ্টের সেবাকর্মী হতে উৎসাহ দিতে হবে”। খ্রীষ্টযাগের শেষে পাল-পুরোহিত ফা. এ্যাপোলো রোজারিও, সিএসসি সকলের সহাযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। পরিশেষে, আর্শীবাদিত মিষ্টি ও বিস্কুট সকলের মধ্যে বিতরণ করা হয়।

Please follow and like us: