গত ২ ফেব্রুয়ারী ২০২০ খ্রীষ্টাব্দে নয় দিনের বিশেষ আধ্যাত্মিক প্রস্তুতি শেষে প্রভু যীশুর নিবেদন পর্বে জাঁকজমক সহকারে সুরশুনিপাড়া ধর্মপল্লীর পর্ব উদযাপন ও বিভিন্ন গ্রাম থেকে আগত ৮৯ জন ছেলেমেয়েকে প্রথম পাপস্বীকার ও প্রথম খ্রীষ্টপ্রসাদ সংস্কার প্রদান করা হয়। পর্বীয় খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুরমু এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে আরো ৪ জন যাজক ও ১ জন রিজেন্ট, সিস্টারগণ এবং বিভিন্ন গ্রাম থেকে উল্লেখযোগ্য সংখ্যক খ্রীষ্টভক্ত উপস্থিত ছিলেন। শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুরমু যীশুকে মন্দিরে নিবেদনের ইতিহাস তুলে ধরে বলেন- পবিত্র দীক্ষাস্নান সংস্কারের গুণে আমরাও প্রত্যেকেই ঈশ্বরের চরণে নিবেদিত হয়েছি। মন্দিরে নিবেদনের পর থেকে যীশু যেমন স্বর্গীয় পিতার একান্ত অনুগত হয়ে জীবন যাপন করেছেন, তেমনি যীশুর নিবেদন আমাদেরকে ঈশ্বরের বাধ্য জীবন যাপন করতে অনুপ্রাণিত করে। পর্বীয় খ্রীষ্টাযাগের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please follow and like us: