গত ০২ ফেব্রুয়ারি, ২০২০ খ্রীষ্টাব্দ রোজ রবিবার সাধু ফ্রান্সিস জেভিয়ারের ধর্মপল্লী, ফৈলজানায় শিশুমঙ্গল দিবস পালিত হয়। দিবসের মূলসুর ছিল: “যীশুর দীক্ষায় শিশুর শিক্ষা”। সকাল ৯:৩০ ঘটিকায় গির্জাপ্রাঙ্গণ হতে শোভাযাত্রা করে শিশু, শিশু এনিমেটর ও ফাদারগণ গীর্জাঘরে প্রবেশ করেন। খ্রীষ্টযাগের শুরুতেই বেদীতে ধুপারতি প্রদান করেন পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, সিএসসি। খ্রীষ্টযাগের উপদেশে তিনি বলেন, “আমরা সকলেই যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে দীক্ষা লাভ করেছি, তাই শয়তানকে যেন আমরা বিশ্বাস না করি। কারণ শয়তান আমাদেরকে বিপথে নিয়ে যায়। তাই আমাদেরকে সব সময় যীশুর শিক্ষা মেনে চলতে হবে এবং একজন ভাল ছেলে ও ভাল মেয়ে হয়ে উঠতে হবে।” খ্রীষ্টযাগের পর ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে শিশু এবং শিশু এনিমেটর র্যালিতে করেন। অতঃপর সি. মেরী অরিলিয়া, এসএমআরএ এর স্বাগত বক্তব্যের পর শিশুদের প্রার্থনা ও চিত্র অংকন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অতঃপর সহকারী পাল পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শেষে সকলে প্রীতিভোজে অংশগ্রহণ করে।
ফৈলজানা ধর্মপল্লীতে শিশুমঙ্গল দিবস উদযাপন
Please follow and like us: