“যীশুর শিক্ষায় শিশুর দীক্ষা” মূলসুরের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হলো দক্ষিণ ভিকারিয়ার শিশু মেলা ও প্রতিযোগিতা। উক্ত সমাবেশে দক্ষিণ ভিকারিয়ার ৮টি ধর্মপল্লী থেকে মোট ৪১৮ জন শিশু ও এনিমেটর, ৫ জন ফাদার ও ১২ জন সিস্টার, ১ জন সেমিনারীয়ান ও কয়েকজন অভিভাবক অংশগ্রহণ করেন। দিনের শুরুতে শিশুদের উদ্দেশ্যে পবিত্র খ্রীষ্টযাগে বাণী সহভাগিতায় শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস কস্তা বলেন- আমরা যেন আমাদের শিশুদের যীশুর শিক্ষা দয়া, মায়া ও ভালবাসায় বেড়ে উঠতে শিক্ষা দেই। আমরা যেন যীশুর শিক্ষায় শিশুদের বড় করে তুলি ও আদর্শ খ্রীষ্টান হিসাবে গড়ে তুলি। পবিত্র খ্রীষ্টযাগের পর পরই শিশুদের নিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়। আনন্দ শোভা যাত্রা শেষে শিশুদের নিয়ে পিঠা উৎসব উদ্যাপন করা হয় ও বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অত:পর মধ্যাহ্ন ভোজের শেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনের কার্যক্রমের সমাপ্তি হয়।
রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ার শিশু মেলা
Please follow and like us: