গত ১১ ফেব্রুয়ারি বনপাড়া ধর্মপল্লীর পালকীয় পরিষদ ও খ্রীষ্টভক্তের আয়োজনে উদ্যাপন করা হয় লূর্দের রাণী মা-মারীয়ার পর্ব ও তীর্থোসব। রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও পর্বীয় খ্রীষ্টযাগ উৎসর্গ করেন। ২রা ফেব্রুয়ারি থেকে ১০ তারিখ পর্যন্ত পবিত্র জপমালা প্রার্থনা, পবিত্র খ্রীষ্টযাগ এবং নভেনা প্রার্থনা মধ্য দিয়ে পর্বীয় বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়। মা মারীয়ার বিভিন্ন গুণাবলীর উপর ভিত্তি করে মূলসুর নেওয়া হয় এবং ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে যাজকগণ এসে নভেনার খ্রীষ্টযাগ উৎসর্গ করেন।
১০ ফেব্রুয়ারী খ্রীষ্টযাগের পর আলোর শোভাযাত্রা হয় এবং মিশনের চারিপাশ প্রদক্ষিণ করে জপমালা প্রার্থনা করা হয়। ১১ তারিখ সকাল থেকে রোজারি মালা প্রার্থনা, পরে ক্রুশের পথ হয় এবং এই সময় অনেকে পাপস্বীকার করে। পরে পানির ফোয়ারা আশীর্বাদ করে পবিত্র খ্রীষ্টযাগ শুরু হয়। উপদেশে ফ্রান্সের লূর্দ নগরী মা মারীয়ার দর্শনদানের আলোকে বিশপ মহোদয় স্থানীয় খ্রীষ্টভক্তদের মা মারীয়ার প্রতি বিশ^াস আরো সুদৃঢ় করার আহ্বান করেন। পর্বে অংশগ্রহণকারী রোগীদের জন্য বিশেষ প্রার্থনা ও আশীর্বাদ করা হয়। খ্রীষ্টযাগে প্রায় সাড়ে তিন হাজার খ্রীষ্টভক্ত এবং ১৭ জন যাজক অংশগ্রহণ করেন। খ্রীষ্টযাগের পর ধর্মপল্লীর মাঠে বৈঠকী গান পরিবেশন করা হয়। ধর্মপল্লীবাসীর আয়োজনে দুপুরে সবার জন্য খিঁচুড়ীর ব্যবস্থা করা হয়।