‘ভালবাসা নিত্য সহিষ্ণু, ভালবাসা স্নেহকোমল; ভালবাসা কখনো অহংকার করে না’ সাধু পলের এই উক্তি যে চির জীবন্ত এ কথা বলছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ ভবনে অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণকারী একজন নিবেদিত প্রাণ যাজক। তিনি আরো বলেন, যাজকীয় জীবন পারস্পরিক ভালবাসা ও সহভাগিতা ছাড়া নিঃস্প্রাণ, নিস্ফল। ‘নিবেদিত জীবনে পারস্পরিক ভালবাসা ও সহভাগিতা’ মূলসুরকে কেন্দ্র করে ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে ১২ ফেব্রুয়ারী রোজ বুধবার রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত ৮০ জন ফাদার, সিস্টার ও ব্রাদারদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ফাদার মার্কুস মুর্মু মূলসুরের উপর সহভাগিতা করেন। ফাদার তাঁর সহভাগিতায় বলেন, ভালবাসা এবং সহভাগিতা নতুন কোন শিক্ষা নয়; বরং যিশু খ্রিস্ট স্বয়ং নিজেই ভালবাসা এবং সহভাগিতার শিক্ষা দিয়েছেন ও ভক্তজনগণের মাঝে ও সাথে নিজে তা পালন করেছেন। ত্রিব্যক্তি পরমেশ্বরের মধ্যে যে ভালবাসার চিহ্ন আমরা দেখতে পাই তা আমাদের মাঝেও চর্চা করতে হয়। ফাদার, সিস্টার ও ব্রাদার হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিৎ যিশুর ভালবাসা ও সহভাগিতার শিক্ষাকে মানুষের মাঝে প্রতিষ্ঠা করা। প্রত্যেকজন ফাদার, সিস্টার ও ব্রাদারের জনগণের প্রতি সেবার মনোভাব গড়ে তোলা একান্ত প্রয়োজন। ধর্মপল্লীতে কর্মরত ফাদার, সিস্টার ও ব্রাদারদের মধ্যে ভালবাসা ও সহভাগিতা রয়েছে কিনা সেদিকে তাকানোর ব্যাপারেও তিনি সবাইকে পরামর্শ দেন। আর এ তাকানোর মধ্য দিয়ে প্রকাশ পায় আমরা সত্যিকার অর্থে ভালবাসা, সেবা ও সহভাগিতা চর্চা করি কিনা!
ধর্মপ্রদেশের ধর্মপাল জের্ভাস রোজারিও ফাদার মার্কুস মুর্মু’র সহভাগিতার পর ধর্মপ্রদেশে কর্মরত ফাদার, সিস্টার ও ব্রাদারদের ভালবাসা ও সহভাগিতার মনোভাব গড়ে তোলার আহ্বান এবং ফাদার মার্কুস মুর্মুকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর সেমিনারে অংশগ্রহণকারী ফাদার, সিস্টার ও ব্রাদার একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। সন্ধ্যায় সকলের অংশগ্রহণে পবিত্র সাক্রামেন্তীয় আরাধনা ও রাতের আহারের মধ্য দিয়ে অর্ধদিবসের সেমিনার সমাপ্ত হয়।