ফাদার সুনীল রোজারিও। রেডিও জ্যোতি:
বাংলাদেশের রাজশাহী শহরের উপকন্ঠে অবস্থিত সেন্ট পিটার’স চার্চের পর্ব-উৎসব মহাসমারোহে পালিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মার্তভাষা দিবস ছিলো বিধায় দিবসটি আরো অর্থবহ হয়ে উঠেছিলো। প্রথমে সাঁওতালী পরে উড়াও গানের তালে তালে শোভাযাত্রা করে সবাই গির্জা প্রাঙ্গনে সমবেত হোন। শোভাযাত্রার মধ্যে ছিলো ভাবগম্ভীর পরিবেশ এবং একুশের চেতনা। পবিত্র খ্রিস্টযাগে রাজশাহী ডাইয়োসিসের ধর্মীয় নেতা বিশপ জের্ভাস রোজারিওকে সহযোগীতা করেন মুঞ্চীনিয়র মার্সেল তপ্নসহ আরো ছয়জন যাজক। বিশপ জের্ভাস তার উপদেশবাণীতে বলেন, “সেন্ট পিটার’স চার্চ একটি নতুন ধর্মপল্লী এবং এখানে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। তাহলে কী হবে- সবাই মিলে আমরা একই খ্রিস্টের দেহ। হাত এক কাজ করে, পা আর এক কাজ করে- আসলে সবাই কিছু কাজ করে এক দেহের জন্যে।” এখানে উল্লেখ্য যে, খ্রিস্টযাগে ১৯জন প্রার্থীকে প্রথম খ্রিস্টপ্রসাদ দেওয়া হয়। এই প্রসঙ্গে বিশপ বলেন, “আজ থেকে তোমরা খ্রিস্টের ভোজে অংশ নিবে। আমরা দিনে কমপক্ষে তিনবার খাই, আমাদের দেহকে ঠিক রাখতে। আর আত্মাকে পবিত্র রাখতে আমরা গ্রহণ করি খ্রিস্টপ্রসাদ। এই খ্রিস্টপ্রসাদে আমাদের পেট ভরে না, কিন্তু আত্মা ভরে, আত্মা পরিপক্ক হয়।”
খ্রিস্টযাগের শেষে শুরু হয় অতিথিবরণ। উদ্বোধনী নৃত্য ছিলো একেবারে একুশের সুরে, লাল-সবুজের নৃত্যে। মনেই হয়নি একটি আদিবাসী এলাকায় রয়েছি। এরপর বিশপ জের্ভাস একে একে উদ্বোধন ও আর্শীবাদ করেন, ওয়াই.সে.এস, কুমারী মারীয়ার সংঘ, মাধু পিতর ক্রেডিট ইউনিয়ন, সাধু পিতর পালকীয় পরিষদ এবং সবশেষে ফিতা কেটে উদ্বোধন করেন একই চত্বরে নবনির্মিত সাধু পিতর সেমিনারি কর্তৃক প্রথমবার প্রকাশিত মেগাজিন ‘প্রস্তর’। প্রেরিতদূত সাধু পিতরকে যিশু বলেছিলেন, “যোনার ছেলে পিতর, অর্থাৎ পাথর, আর এই পাথরের উপরই আমি আমার এই মন্ডলি গড়ে তুলবো।” যিশুর এই নির্দেশ মতোই গড়ে তোলা হয়েছে সাধু পিতরের এই সেমিনারি।
সেন্ট পিটার’স চার্চ ঘোষণা করা হয়েছিলো ২০১৮ খ্রিস্টাব্দের ৩ জানুয়ারি। ধর্মপল্লীটি রাজশাহী শহরের উপকন্ঠে চন্দ্রিমা ধানাধীন মুশরইল নামক স্থানে অবস্তিত। রাজশাহী শহরে অবস্থিত গুড শেফার্ড ক্যাথিড্রাল চার্চ থেকে সন্তোষপুর, মিলগামারি এবং মুরশইল নামক তিনটি এলাকা আলাদা করে সেন্ট পিটার’স ক্যাথলিক চার্চ ঘোষণা করা হয়। বর্তমানে এই চার্চে বিভিন্ন জাতিগোষ্ঠীর মোট খ্রিস্টভক্ত প্রায় এক হাজার চারশত।
সেন্ট পিটার’স চার্চের পর্ব উদযাপন
Please follow and like us: