ফাদার পিউস গমেজ, বিশপ হাউজ, রাজশাহী।
গত ২১ ফেব্রুয়ারি, রাজশাহী সিটিতে অবস্থিত খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে ইন্টারনেটভিক্তিক রেডিও জ্যোতির একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদের গান ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন মিস. মিলিশা গমেজ। দিনের কর্মসূচি তুলে ধরেন, পালকীয় কেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া। এরপর মূল অনুষ্ঠান পরিচালনা করেন রেডিও জ্যোতির পরিচালক ফাদার সুনীল রোজারিও। প্রথমেই তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন- কীভাবে অনলাইন রেডিও পরিচালিত হয় , সে ব্যাপারে। গত চার বছর ধরে রেডিও জ্যোতি থেকে কী কী বিষয় এবং কী কী ধরণের অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে আসছে- ফাদার তার একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীগণ রেডিও জ্যোতি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে আরো বিস্তারিত জানার সুযোগ নেন। সবশেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বয়সভিত্তিকভাবে ভাগ করে জ্যোতি স্টুডিওতে কন্ঠস্বর পরীক্ষা (অডিশন) গ্রহণ করা হয়। অডিশন পরীক্ষায় যারা উর্ত্তীণ হয়েছেন এবং যারা রেডিওতে কাজ করতে আগ্রহী তাদের নিয়ে পরবর্তীতে ধাপে ধাপে প্রশিক্ষণ এবং অনুষ্ঠান সম্প্রচার করা হবে। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বয়সের মোট ৩০জন অংশগ্রহণ করেছিলেন।
২০১৬ খ্রিস্টাব্দের ৩ জুন রাজশাহী ডাইয়োসিসের বিশপ জের্ভাস রোজারিও, বাংলাদেশের বগুড়া সিটিতে অবস্থিত এম্মাউস হাউজ থেকে রেডিও জ্যোতির সম্প্রচার উদ্বোধন করেছিলেন। সেই থেকে রেডিও জ্যোতি সারা পৃথিবীতে বসবাসরত বাংলাভাষী খ্রিস্টানদের জন্য দিনরাত ২৪ঘন্টাব্যাপী অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। রেডিও জ্যোতির বর্তমান ওয়েভ ঠিকানা হলো- িি.িৎধফরড়লুড়ঃরনফ.পড়স. শোনার আমন্ত্রণ রইলো।

Please follow and like us: