ফাদার বিকাশ রিবেরু:
গত ৮ মার্চ বনপাড়া ধর্মপল্লীতে আর্ন্তজাতিক নারী দিবস ২০২০ উদ্যাপন করা হয়। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১০০ জন নারী অংশগ্রহণ করেন। আয়োজনে ও পরিচালনায় ছিলেন মিসেস সন্ধ্যা পিরিছ, সুলেখা গমেজ, কানন, দিপালী প্রমূখ। মিসেস সুলেখা গমেজ নারী দিবসে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন: আমরা নিজেরা যেন নিরাপদ থাকি। সন্ধ্যা পিরিছ বলেন: আমরা নারীদের সচেতনতামূলক, বিভিন্ন সেবাকর্মে, সংঘ-সমিতিতে, সমাজ ও মন্ডলীর কাজে অংশগ্রহণ করার সুযোগ করে দেই। সেই সাথে অনুরোধ করি যেন শাশুড়ী-বৌমাদের পারস্পারিক সম্পর্ক আরো অনেক সুন্দর হয়। মি: মহাবীর গমেজ বলেন: জীবনে নারীর অবদান অনেক। ফাদার বিকাশ রিবেরু বলেন: পরিবার, সমাজ, মণ্ডলি পিতৃতান্ত্রিক কিন্তু এগুলো সকলই মাতৃকেন্দ্রিক। পুরুষ, পরিবার, সমাজ, মণ্ডলির দেহস্বরূপ কিন্তু নারী তার প্রকৃত রূপ। মায়ের স্মৃতি সন্তানের জীবনে অমলিন-অম্লান-অক্ষয়। মায়ের তুলনা শুধূ মাই হন। নারীরা নিজেরা নিজেদের সন্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন- সৃষ্টিও আপনাদের সন্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। নারী দিবস সফল হক। সকল নারীর প্রতি শ্রদ্ধাবনত শুভেচ্ছা অভিনন্দন নিরন্তর।
বনপাড়া ধর্মপল্লীতে আর্ন্তজাতিক নারী দিবস ২০২০ উদ্যাপন
Please follow and like us: