ফাদার সুনীল রোজারিও:
প্রতি বছরের ন্যায় এবারও, গত ৭ থেকে ১৪ মার্চ তারিখ পযর্ন্ত রাজশাহী ডাইয়োসিসের তিনটি ভিকারিয়াতে একযোগে পোস্ট এসএসসি সমাবেম/কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উত্তর ভিকারিয়ার রোহনপুর ধর্মপল্লীতে ১৪০জন অংশগ্রহণকারি, মধ্য ভিকারিয়াতে ১২৩জন অংশগ্রহণকারি এবং দক্ষিণ ভিাকারিয়াতে ১৩৫জন অংশগ্রহণকারিকে নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
এবারের পোস্ট এসএসসি সমাবেশের মূল বিষয় ছিলো, ‘যুবক, আমি বলছি তুমি ওঠ।’ প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে আত্মায় দুর্বল। যার কারণে ভুলপথে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এমন সম্ভাবনা দেখা দিলে যিশু আমাদের পাশে এসে বলেন, যুবক, আমি বলছি তুমি ওঠ। খ্রিস্টের সান্নিধ্যে এলেই মাত্র বুঝতে পারা যায়, আমার ভুল আচরণ, ভুল ইচ্ছাশক্তি, ভুল নির্বাচন। মানুষের প্রতিটি দুর্বল মুহূর্তে যিশু পাশে এসে বলেন, আমি বলছি তুমি ওঠ। এভাবে তিনি আমার কাছে এসে বলেন, যুবক, আমি বলছি তুমি ওঠ। ঈশ্বর আমাকে তাঁর কাজের জন্য মনোনীত করেছেন, তাই তাঁর ডাকে সাড়া দিয়ে আমাকে ওঠতে হয়। যেনো তাঁর দান গ্রহণ করে হয়ে ওঠতে পারি- দেওয়ার জন্যে।

মূল বিষয়টি উপজীব্য করে আরো যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হলো, জীবন-আহ্বান বা ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে তাঁর মন্ডলির সেবা করা। পবিত্র বাইবেলের মূল বিষয় ও শিক্ষা, আজকের গণমাধ্যম ও যুবসমাজ, ক্ষুদ্র খ্রিস্ট-মন্ডলি, মন্ডলির প্রতি যুব সমাজের ভূমিকা, স্বাস্থ্য ও প্রজনন, কৃষ্টি-সংস্কৃতির মাধ্যমে বাণী প্রচার, ইত্যাদি। কর্শশালার এক ফাঁকে সবাই পাশের কোনো খ্রিস্টান গ্রামে গিয়ে অচেনা খ্রিস্টান পরিবারের সাথে রাত কাটানো ছিলো একটি নতুন অভিজ্ঞতা। অচেনা পরিবার, অচেনা সংস্কৃতি ও অচেনা পরিবেশের সাথে একদিনে অভিজ্ঞতাকে একটি নতুন ভালোলাগা বলে তারা উল্লেখ করেছে।
নানা বিষয়ের উপর আলোচনা ছাড়াও পবিত্র ঘন্টা, খ্রিস্টযাগ এবং বিভিন্ন আয়োজনে প্রার্থনা পর্বগুলো যুবকদের মনে লেগেছে বলে তারা উল্লেখ করেছে। এই পোস্ট এসএসসি সমাবেশ/কর্মশালার আয়োজন করে, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব-কমিশন।

Please follow and like us: