গত ৪ থেকে ৬ মার্চ পযর্ন্ত রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজন খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় খ্রিস্টিয় নেতা ও নেতৃত্ব বিষয়ে এক বিশেষ সেমিনার। ধর্মপ্রদেশের প্রতিটি ধর্মপল্লী থেকে মোট ৮০ জন যুবক-যুবতী এতে অংশগ্রহণ করেন।
নেতৃত্ব বিষয়ক সেমিনারের মূল বিষয় ছিলো, ‘খ্রিস্টিয় নেতা ও নেতৃত্ব।’ যিশু খ্রিস্টই হচ্ছেন আমাদের আদর্শ নেতা। যারা নেতা হিসাবে সমাজে ও মণ্ডলিতে নেতৃত্ব দিচ্ছে বা দিতে আগ্রহী তাদেরকে সবার আগে আদর্শ নেতা খ্রিস্টে আদর্শে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। ঠিক যীশু যেমনটি তাঁর শিষ্যদের বলেছেন, তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে হতে হবে তোমাদের সেবক। মানবপুত্র সেবা পেতে নয় বরং সেবা করতেই এ জগতে এসছেন। সেই জন্য যীশু বলেন, “আমি প্রকৃত মেষপালক। আমি আমার মেষগুলিকে জানি আর আমার মেষগুলিও আমাকে জানে।” (যোহন ১০:১৪পদ) খ্রিস্টি মণ্ডলিতে আদর্শ নেতা গড়াই ছিল নেতৃত্ব প্রশিক্ষণের মূল লক্ষ্য।
রাজশাহী ধর্মপ্রদেশীয় খ্রিস্টিয় নেতা ও নেতৃত্ব বিষয়ক সেমিনার
Please follow and like us: