ফাদার সুনীল রোজারিও:
গত ১৫ মার্চ জিয়লমারী সাধু যোহন চ্যাপেল উদ্বোধন/আর্শীবাদ করা হয়। গির্জা আর্শীবাদ করেন রাজশাহী ডাইয়োসিসের বিশপ জের্ভাস রোজারিও এবং সাথে ছিলেন ফা. এমিল এক্কা এবং সুনীল রোজারিও। জিয়লমারি একটি মাহালী আদিবাসী অধ্যুষিত গ্রাম। উত্তরবঙ্গে আদিবাসী খ্রিস্টান গ্রামগুলোর মধ্যে জিয়লমারি একটি প্রাচীন খ্রিস্টধর্মে দিক্ষীত গ্রাম। ১৯০৭ খ্রিস্টাব্দে এখানে কিছু মাহালী আদিবাসী খ্রিস্টধর্ম গ্রহণ করেন। এখানে রয়েছে বর্তমানে ২৭টি খ্রিস্টান পরিবার। এছাড়া আশেপাশের গ্রামগুলোতেও কিছু মাহালী পরিবার বসবাস করছেন- যাদের মধ্যে অনেকেই খ্রিস্টধর্মে দিক্ষীত। মাহালী সম্প্রদায়ের প্রধান পেশা হলো বাঁশ দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা।
বিশপ জের্ভাস খ্রিস্টযাগে তাঁর বাণীতে বলেন, যারা এই ঈশ্বরের ঘর নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন, তাদের কাছ থেকে আমাদের শেখা উচিৎ, কীভাবে মন্ডলিতে দান করতে হয়। তিনি বলেন, এই ঘরটি পারস্পরিক ভ্রাত্বিতের প্রতীক। এই ঘর ঘিরে যেনো সর্বদা ভক্তদের মধ্যে প্রেম-ভালোবাসা বিদ্যমান থাকে এবং খ্রিস্টর সাক্ষ বহন করতে পারে।
জিয়লমারি সাধু যোহন চ্যাপেল উদ্বোধন।
জিয়লমারি, বর্তমান নওগাঁ জেলার লক্ষীকুল নামক স্থানে সাধু ডনবস্কো ধর্মপল্লীর একটি অংশ। প্রাচীন খ্রিস্টান গ্রাম হিসেবে জিয়লমারিতেই এক সময় ধর্মপল্লী গড়ে ওঠার সম্ভাবনা ছিলো। কিন্তু জায়গার অভাব এবং আরো কিছু কারণে এখান থেকে আট কিলোমিটার পশ্চিমে, ২০১৫ খ্রিস্টাব্দে, বর্তমান বেনীদুয়ার ও চাঁনপুকুর ধর্মপল্লীর গ্রাম ও অংশ নিয়ে লক্ষীকুল ধর্মপল্লী গড়ে ওঠে। এই ধর্মপল্লীর কাছেই রয়েছে উপমহাদেশের বিখ্যাত পাহাড়পুর বৌদ্ববিহার।
লক্ষীকুল, ডনবস্কো ক্যাথলিক চার্চ
লক্ষীকুল, বিভিন্ন আদিবাসী অধ্যুষিত সাধু ডনবস্কো ধর্মপল্লী গড়ে ওঠার কারণে এখানে শিক্ষায় জনগণ দ্রুত এগিয়ে যাচ্ছে। সালেসিয়ান যাজক এবং সিস্টার সম্প্রদায় এখানে কর্মরত রয়েছেন। তাদের তত্বাবধানে এখানে রয়েছে হোস্টল এবং একটি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আদিবাসীসহ সব ধর্মের ছেলে মেয়েরা পড়ালেখা করছে। নবনির্মিত এই ধর্মপল্লীর অধীনে বর্তমানে রয়েছে ১৫টি আদিবাসী খ্রিস্টান গ্রাম এবং খ্রিস্টভক্তের সংখ্যা ৮০০শত। লক্ষীকুল ধর্মপল্লীল পাল-পুরোহিত ফাদার এমিল এক্কা বলেন যে, নওগাঁ জেলার মহাদেবপুর এবং বদলগাছি উপজেলার বিস্তৃর্ণ অঞ্চলজুড়ে রয়েছে কমপক্ষ ৩০ হাজার আদিবাসী, যাদের বেশিরভাগ উড়াও দ্রাভির গোষ্ঠীভূক্ত। এখানে পালকীয় কাজের বিপুল সম্ভাবনা রয়েছে।