ফাদার সুনীল রোজারিও, খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী, বাংলাদেশ।
পোপ ফ্রান্সিস, ভাটিকান সিটিতে অবস্থিত কাজা সান্তা মার্থা চার্চ চত্বরে তাঁর প্রাত্যহিক খ্রিস্টযাগে, যারা গণমাধ্যম নিয়ে কাজ করছেন, তাদের জন্য বিশেষ প্রার্থনা উৎসর্গ করেছেন। প্রভুর নামে যারা খ্রিস্টের শিষ্য, তাদের গুরুত্ব বিবেচনা করে পোপ বলেন, বর্তমান পরিস্থিতির কারণে যে বিচ্ছিন্নকরণ চলছে তাতে সন্তানগণ যেনো শিক্ষার দিক থেকে আলাদা হয়ে না পড়ে। পোপ তাঁর উপদেশবাণীতে বলেন, ধর্মনেতাগণের সাথে যিশুর প্রকৃত পরিচয় নিয়ে সংকট তৈরি হয়েছিলো। সমাজনেতারা যিশুকে ঈশ্বর নিন্দা করছেন বলে অভিযুক্ত করলেও তিনি তাদের নীরব করতে পেরেছিলেন। যিশু বলেছিলেন, “তোমরা যদি আমার বাণী পালনে নিষ্ঠাবান থাক, তাহলেই তো তোমরা আমার যথার্থ শিষ্য” যোহন ৮:৩১।
পোপ ফ্রান্সিস গত ১ এপ্রিল, কাজা সান্তা মার্থা চার্চ চত্বরে তাঁর খ্রিস্টযাগে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “তাদের কাজ যেনো হয়, এই বিচ্ছিণ্নকরণ সময়ে সন্তানগণ যেনো তা বহন করার মতো সাহায্য- উৎসাহ লাভ করে, তা অনুধাবন করা।”
পোপ যিশুর কথা পুর্নব্যক্ত করে বলেছেন, “তোমরা যদি আমার বাণী পালনে নিষ্ঠাবান থাক, তাহলেই তো তোমরা আমার যথার্থ শিষ্য।” পোপ, এই নিষ্ঠাবান থাকার গুরুত্ব উল্লেখ করে বলেন, যিশুর এই উক্তির অর্থ হলো, শুধু শিক্ষালাভ বা জ্ঞার্নাজন নয়, কিন্তু তাঁর ওপর এবং তাঁর বাণীর ওপর নিষ্ঠাবান থাকা। পোপ ফ্রান্সিস আরো বলেন, “আমি একজন খ্রিস্টান এবং এটা আমার জন্য একটা বড় পরিচয় পত্র- আসলে এই ধারণা একটা বড় বিষয় হতে পারে না।” খ্রিস্টান হিসেবে তার পরিচয় নির্ভর করে, খ্রিস্টের প্রকৃত শিষ্যত্বে। পোপ বলেন, “তুমি প্রভুতে, প্রভুর বাণীতে, প্রভুর জীবনে নিষ্ঠাবান থাকো, তাহলেই তুমি হয়ে ওঠবে তাঁর প্রকৃত শিষ্য।” অন্যদিকে পোপ বলেন, “তুমি যদি তাঁর প্রতি নিষ্ঠাবান না থাকো, বরং ধর্মতত্বের প্রশংসা করো আর যিশুকে মাত্র একজন দয়াশীল কর্মী হিসেবে বিবেচনা করো, তাহলে তুমি প্রকৃত শিষ্য নও।”
পোপ বলেন, যথার্থ শিষ্যত্ব মানুষকে মুক্ত করে তোলেন। তিনি বলেন, “সেই হলো যথার্থ শিষ্য, যে মুক্ত, কারণ সে প্রভুর প্রতি নিষ্ঠাবান।” পোপ আরো ব্যাখ্যা করে বলেন, প্রকৃত শিষ্য পবিত্র আত্মার মাধ্যমে পরিচালিন হোন। “সেই জন্য ঐতিহ্য ও মহানুভবতায় প্রকৃত শিষ্য হলেন মুক্তমনা ব্যক্তি, যিনি শুধু অসার ধারণা ও ধর্মতত্বের ওপর তার খ্রিস্টিয় জীবন নির্ভর না করে, পবিত্র-আত্মার অনুপ্রেরণা নিয়ে খ্রিস্টেতে নিষ্ঠাবান থাকেন।”
পোপ ফ্রান্সিস তাঁর উপদেশবাণীর উপসংহারে বলেন, “ কীভাবে নিষ্ঠাবান থাকতে হয়, পবিত্র-আত্মাই আমাদের সেই জ্ঞান দান করেন- এবং যারা তাঁর প্রতি নিষ্ঠাবান থাকেন, পবিত্র আত্মা বিশেষভাবে তাকে প্রকৃত শিষ্যত্বে অভিষিক্ত করেন।”
গণমাধ্যম কর্মীদের জন্য পোপ ফ্রান্সিসের প্রার্থনা
Please follow and like us: