ফাদার সুনীল রোজারিও। খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী, বাংলাদেশ।
গত ২ এপ্রিল, রাজশাহী ডাইয়োসিসের বিশপ ভবনে পবিত্র অভ্যঞ্জন খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়েছে। ক্যাথলিক চার্চের ঐতিহ্য ও বিধান অনুসারে এই অভ্যঞ্জন খ্রিস্টযাগটি অনুষ্ঠিত হওয়ার কথা পুণ্য বৃহস্পতিবার সকালের দিকে। এই পুণ্য বৃহস্পতিবার দিনটি যাজক দিবস হিসেবে পালন করা হয় । কারণ এই দিনে প্রভু যিশুখ্রিস্ট পবিত্র খ্রিস্টপ্রসাদ সাক্রামেন্ত স্থাপন করেছিলেন। আর এই পুণ্য খ্রিস্টপ্রসাদ কেবল মাত্র যাজকগণই খ্রিস্টের দেহ ও রক্তরূপে ভক্তগণের জন্য উৎসর্গ করতে পারেন।
দেশে এবং বিশ্বে সংক্রামক করোনা ভাইরাসের কারণে বিশেষ জাঁকজমক ছাড়াই শোভাযাত্রার মাধ্যমে সকাল ১১টার সময় মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও,ডি.ডি। বিশপ জের্ভাস তাঁর উপদেশবাণীতে বলেন, “ঈশ্বর আমাদের মনোনীত করেছেন মানুষের সেবা করার জন্যে। আমরা যাজকগণ বিভিন্ন সংস্কার প্রদানের মধ্যমে, খ্রিস্ট আমাদের যেসব দায়িত্ব দিয়েছেন যেনো আমরা সেগুলো সময় মতো প্রদান করে ভক্তদের আধ্যাক্তিভাবে বলীয়ান করে তুলি। বর্তমানে বিশ্বে যে সংক্রামক করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে, এক্ষেত্রেও যাজকদের দায়িত্ব হলো জনগণকে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা যেনো ঈশ্বর তাঁর বিশ্ববাসীর দিকে ফিরে তাকান।”
বিশপ জের্ভাস সবশেষে রাজশাহী ডাইয়োসিসের যাজকদের ধন্যবাদ জানান, তাদের নি:স্বার্থ পালকীয় কাজের জন্য। তিনি সবাইকে তাঁর প্রার্থনার আশ্বাস ও মঙ্গল কামনা করে বলেন, আগামী দিনগুলোতেও তিনি যাজক ও খ্রিস্টভক্তদের কাছ থেকে অনুরূপ সহযোহিতা আশা করছেন।

Please follow and like us: