হে করুণাময় পিতা পরমেশ্বর/ তুমি তোমার আপন মহিমায়/ এই বিশ্বজগৎ সৃষ্টি করেছো। এই উত্তম সৃষ্টির মধ্যে/ মানুষকে আরো উত্তমরূপে সৃষ্টি ক’রে/ তাদের মহিমান্বিত করেছো। এ তোমার অপার মহিমা। মানুষ পাপে পতিত হলে/ তাদের উদ্ধার করার জন্যে/ তুমি তোমার পুত্র খ্রিস্টকে জগতে পাঠিয়েছো। তুমি তোমার আত্মাকে প্রেরণ করেছো/ আমাদের পরিচালিত করার জন্যে। তবুও আমরা মাঝে মাঝে পথভ্রষ্ট হয়ে/ দূরে সরে যাই। এইসব আমাদের অপরাধ…। আমরা আমাদের স্বার্থের লোভে/ তোমার সুন্দর ভুবনকে/ বসবাসের অযোগ্য করে তুলেছি। যার কারণে/ আমাদের উপর নেমে এসেছে/ এক মহামারি/ এক মহাসংকট। আমরা এই পাপের জন্যে/ এই ভুলের জন্যে/ অতিশয় দুঃখিত। অনুনয় করি/ তুমি আবার ফিরে চাও/ তোমার এই সৃষ্টির দিকে/ শান্ত করো তোমার এই সুন্দর ভুবন। আমরা যেনো আবার/ তোমার আশ্রয়ে/ জীবন যাপন করতে পারি/ তোমার গুণগান করতে পারি। এই প্রার্থনা করি/ তোমার পুত্র/ আমাদের প্রভু/ যিশুখ্রিস্টের নামে। আমেন।।
প্রভুর প্রার্থনা/ দূতের বন্দনা/ ত্রিত্বের জয়।
প. রোগীদের স্বাস্থ্য- হে মা মারীয়া-
স. আমাদের মঙ্গল প্রার্থনা করো।
বি.দ্র. খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে ব্যবহারের জন্য মাত্র। রাজশাহী সিটি,বাংলাদেশ।