ফাদর সুনীল রোজারিও। খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী সিটি, বাংলাদেশ।
মহামারি সংকটকালে শিল্পীরা যে সুন্দর শিল্প উপস্থাপন করছেন পোপ তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। গোটা বিশ্বটা যখন করোনা ভাইরাসের কারণে বন্দি এবং বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, তখন পোপ সৃজনশীল শিল্পীদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন। পোপ ফ্রান্সিস গত ২৭ তারিখ ভোরে তাঁর খ্রিস্টযাগ উৎসর্গের ভূমিকায় বলেছেন, “আমরা শিল্পীদের পারদর্শীতা ও সৃজনশীলতার জন্য প্রার্থনা করি কারন তাদের এই কাজ আমাদের পারদর্শী ও সৃজনশীল হয়ে ওঠার সাহস দান করছে।” পোপ তাঁর আবাসিক উপাসনালয়, কাজা সান্তা মার্থা থেকে এক বার্তায়, যিশুর সাথে খ্রিস্টভক্তদের প্রথম ব্যক্তিগত অভিজ্ঞতার কথা স্মরণ করে দেন। তিনি বলেন, “খ্রিস্টের সাথে আমাদের প্রথম ব্যক্তিগত অভিজ্ঞতার মুহুর্তটিতে তিনি বার বার স্মরণ করিয়ে দেন, যে সময় আমরা তাঁর সাথে প্রথম যুক্ত হয়েছিলাম এবং সেই প্রথম সাক্ষাৎ আমাদের এখনো উৎসাহিত করে চলেছেন তাঁকে অনুসরণ করার জন্য।” খ্রিস্টের সাথে আমাদের প্রথম মিলন ছিলো একটা অনুগ্রহকাল, “যখন যিশু আমাকে দেখে ভালোবেসেছিলেন এবং বহু মানুষের সাথে মঙ্গলবার্তার আলো বুঝতে সাহায্য করেছিলেন।
ভাটিকান সিটি থেকে ভাটিকান নিউজ জানাচ্ছে যে, পোপ বলেছেন, “ আমাদের জীবনে বিভিন্ন সময় মঙ্গলবার্তার আলোকে খ্রিস্টকে অনুসরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করি কিন্তু মাঝ পথে আবার আরেকটি ধারণার মধ্যে আটকে পড়ি। কিছু দৃশ্য আমাদের তাঁর পথ থেকে সরিয়ে নিয়ে অস্থায়ী ও বস্তুবাচক বিষয়ের সাথে যুক্ত করে দেয়, যা মূলত জাগতিক।” পোপ সতর্ক করে দিয়ে বলেন, এই ধরণের আচরণে, “আমারা যিশুর সাথে প্রথম মিলন ও আহ্বানের স্মরণ মূহুর্ত ও উদ্দীপনা হারিয়ে ফেলি।” পুনরুত্থানের দিন ভোরে যিশু নারীদের দেখা দিয়ে বলেছিলেন, “ভয় করো না, তোমরা গালেলিয়ায় গিয়ে ভাইদের বলো, সেখানেই তারা আমার দেখা পাবেন।” পোপের ভাষায়, এটা মনে রাখার মতো, যে গালেলিয়াই ছিলো প্রথম স্থান যেখানে শিষ্যেরা যিশুর প্রথম সাক্ষাৎ পেয়েছিলেন।
পোপ বলেন, “আমাদের প্রত্যেকের মধ্যেই গালেলিয়ার মতো স্থান রয়েছে যেখানে যিশু প্রবেশ করে বলেন, আমাকে অনুসরণ করো।… গালেলিয়ার সেই প্রথম মূহুর্ত আমাকে স্মরণ করে দেয়, যখন যিশু আমার দিকে তাকিয়ে আমাকে ভালোবেসে বলেছিলেন, আমাকে অনুসরণ করো।”
সবশেষে পোপ, বাড়িতে বন্দি অবস্থায় যারা গণমাধ্যমের সহায়তায় আধ্যাক্তিকভাবে অংশ নিচ্ছেন, তাদের জন্য বিশেষ সাক্রামেন্তের আর্শীবাদ দান করেন।

Please follow and like us: