ফাদার বাবলু কোড়াইয়া
বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত বিশপ ভবন ও পালকীয় কেন্দ্রের কর্মীদের নিয়ে ঘরোয়াভাবে পালিত হয়েছে মে দিবস ও শ্রমিক সাধু যোসেফের পর্ব-উৎসব । দিনের শুরুতে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। সহার্পিত খ্রীষ্টযাগে অংশগ্রহণ করেন আরো ছয়জন যাজক। “আর্ন্তজাতিক শ্রমিক দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিশপ মহোদয় বলেন, ঈশ্বর নিজেই হলেন প্রকৃত শ্রমিক। তিনি তা প্রকাশ করেছেন তার সৃষ্টি কাজের মাধ্য দিয়ে। আমরাও প্রত্যেকেই শ্রমিক, তবে শ্রমিক হলেও আমাদের প্রত্যেকের কাজের ধরণ ভিন্ন। তবে এ কথা মনে রাখতে হবে, আমরা যে কোন কাজই করি না কেননা আমাদের প্রত্যেকের কাজেরই মূল্য বা মর্যাদা আছে। তাই বলতে পারি যে, মানুষ হচ্ছে সবচেয়ে মর্যদাসম্পন্ন বা মূল্যবান সৃষ্টি। তার রয়েছে মানবীয় মর্যাদা। যে কোন পরিবেশে মানুষকে মানুষ হিসাবেই মূল্যায়ন করতে হবে। কেননা মানুষ হিসাবে আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। আমরা সব মানুষই সমান। আমারা বিভিন্ন প্রযোজনে বিভিন্ন কাজ করে থাকি। তাই আমরা যেন মানুষ হিসাবে আমাদের কোন কাজকেই ছোট করে না দেখি।”
দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো একত্রে খাওয়া-দাওয়া করা, খেলাধুলা করা এবং প্রতিষ্ঠান দু’টির কর্মীদের মধ্যে উপহার প্রদান। প্রত্যেকজন কর্মীর হাতে উপহার তুলে দেন ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।
শ্রমিক দিবস উদযাপন
Please follow and like us: