ফাদার সুনীল রোজারিও। খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী সিটি, বাংলাদেশ।
এই মহামারি সংকটকালে যে সব সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং রাস্তার ধারে বসে যারা সংবাদপত্র বিক্রি করছেন, তারা যে আশার বাণী শুনাচ্ছেন, তার জন্য পোপ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গত ২৭ তারিখে পোপ ফ্রান্সিস, ভাটিকান সিটি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেছেন যে, বেশ কিছুদিন ধরে রাস্তার ধারে সংবাদপত্র আর বিক্রি হচ্ছে না এবং সেই সাথে হকাররাও তাদের কাজকর্ম থেকে বঞ্চিত হচ্ছেন। পোপ বলেন, “এই মহামারি আপনাদের কাজকে কঠিন করে তুললেও বিশ্বাস করি আগামীতে বিশ্বজুড়ে সংবাদপত্র সরবরাহের পেশাটি আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে।”
পোপ পুনরায় বলেন, “আমি আপনাদের ভ্রাতৃত্বপূর্ণ ও উৎসাহমূলক বাণী দিচ্ছি এবং সেই সাথে তথ্য পরিবেশনার জন্য এবং আশার গল্প শোনাবার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।” বিশেষ করে তিনি সংবাদপত্র প্রকাশনা সংস্থাগুলোকে ধন্যবাদ জানাচ্ছেন কারণ এই প্রকাশনার জন্য লেখক, সম্পাদক ও পরিবেশক তাদের জীবন নির্বাহ করতে পারছেন। পোপ আরো বলেন যে, এই ধরণের সংবাদপত্র সমাজের নিম্ন শ্রেণির লোকদের কন্ঠস্বর হিসেবে কাজ করে। তিনি বলেন, বিশ্বের বহু দেশে বহু ভাষায় এই ধরণের পথসংবাদপত্র সরবরাহ ও বিক্রি করে হাজার হাজার মানুষ তাদের পরিবার ভরণ পোষণ করছেন।
পোপ ফ্রান্সিস বলেন, এই মহামারির কারণে বিশ্বের কয়েক মিলিয়ন মানুষ নতুন করে হতাশার ঝুঁকিতে পড়ছেন এবং সেই সাথে একটা নিষ্ঠুর পরিবর্তনের পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছেন। তিনি বলেন, বিশেষ করে যারা অনিয়মিত এবং বাধাধরা কাজ করার সুযোগ থেকে বঞ্চিত, তাদের জন্য একটা মারাক্তক ও ঝুকিপূর্ণ সময় অপেক্ষা করছে।
সবশেষে পোপ সমবেদনা প্রকাশ করে বলেন, যারা পথে পথে সংবাদপত্র বিক্রি করেন তাদের অনেকেই প্রকৃত অর্থে গৃহহীন, প্রান্তিক জনগোষ্ঠী এবং অস্থায়ী কর্মী। এমতাবস্থায় বিশ্বজুড়ে এমন হাজার হাজার লোক, যারা এই বিশেষ ধরণের সংবাদপত্রের সাথে জড়িত থেকে তাদের জীবন নির্বাহ করতে পারছেন, সেই জন্য প্রকাশনা সংস্থাগুলোকে পোপ ধন্যবাদ জানিয়েছেন।
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি পোপের শুভেচ্ছা
Please follow and like us: