ফাদার সুনীল রোজারিও। খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী সিটি।
পোপ ফ্রান্সিস, আর্ন্তজাতিক সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছেন, তারা যেন সম্মিলিতভাবে মহামারি আকার ধারন করা এই করোনা ভাইরাসের প্রতিষেধক আবিস্কার করেন।
গত প্রায় তিন মাসের অধিককাল ধরে এই ভাইরাস সংক্রমনের কারণে গোটা বিশ্বে হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছেন। গত তিন তারিখ রবিবার, পোপ তাঁর এক বাণীতে, এই স্বাস্থ্য সংকটকালে বিশ্ব সম্প্রদায়কে উপযুক্ত ও কার্যকরভাবে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই মুহুর্তে আপন স্বার্থের দিকে না তাকিয়ে বৈজ্ঞানিক প্রতীভাকে একসাথে এগিয়ে নিয়ে আসতে হবে যেন অতি সত্বর এই মহামারির প্রতিষেধক আবিস্কার করা যায়। পোপ আরো বলেন, সম্মিলিত প্রচেষ্টা বিশ্বের কাছে এই প্রযুক্তির নিশ্চয়তা বিধান করতে পারে এবং সেই সাথে বিশ্বের সর্বত্র স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে পারে।
উত্তম মেষপালক রবিবার তাঁর বাণীর এক পর্যায়ে তিনি, যারা এই রোগে আক্রান্ত এবং যারা সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, যে সব যাজক ও স্বাস্থ্য সেবাকর্মী এই করোনা মহামারিকালে অন্যের সেবা করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। পোপ সবশেষে বলেন, এই জরুরিকালে যে সমস্ত মেষপালক- যেমন, যাজক, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, যারা ঈশ্বর সন্তানদের সাহায্য করে যাচ্ছেন, তিনি আশা করছেন, তারা সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

Please follow and like us: