ফাদার সুনীল রোজারিও। খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী সিটি, বাংলাদেশ।
পোপ ফ্রান্সিস, বিশপ শ্যামল বোসকে বারুইপুর ডাইয়োসিসের পালকীয় প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। গত চার মে, ভাটিকান সিটি থেকে এক ঘোষণায় এই নিয়োগের কথা জানানো হয়েছে। বিদায়ী বিশপ সালভাদোর লবো, বারুইপুর ধর্মপ্রদেশের বিশপ তাঁর পদ থেকে অব্যাহতি নেওয়ার পর বিশপ বোসবে এই পদে নিয়োগ দেওয়া হলো। গত বছর মে মাসের ১৭ তারিখে পোপ, ফাদার শ্যামল বোসকে বারুইপুর ধর্মপ্রদেশের সহযোগী বিশপ হিসেবে নিযুক্ত করেন এবং সেই থেকে তিনি বিশপ লবো’র সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিশপ বোস ১৯৬১ খ্রিস্টাব্দের ২৪ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ খিস্টাব্দে বারাসাত, সেন্ট জনমেরী ভিয়ান্নী মাইনর সেমিনারিতে প্রবেশ করেন এবং পরে কোলকাতার বারাকপুর অবস্থিত মর্নিং ষ্টার আঞ্চলিক সেমিনারিতে দর্শন শাস্ত্র নিয়ে পড়াশুনা করেন। তিনি তাঁর ঐশতত্ব পড়াশুনা করেন, রাঁচীতে অবস্থিত সেন্ট আলবার্ট কলেজে। ১৯৯১ খ্রিস্টাব্দের পাঁচ মে, বিশপ বোস বারুইপুর ডাইয়োসিসের অধীনে কাজ করার জন্য যাজক পদে অভিষিক্ত হোন। যাজকত্বলাভের পর তিনি ব্যাঙ্গালোরে অবস্থিত সেন্ট পিটার’স পন্টিফিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইবেলের উপর লাইসেনশিয়েট ডিগ্রি অর্জন করে। গত বছর ্িশপ বোস বারুইপুরের সহযোগী বিশপ হিসেবে নিযুক্ত হওয়ার পূর্ব পযর্ন্ত ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী এবং প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর কর্মজীবন সুন্দর হোক এই প্রার্থনা করি।

Please follow and like us: