ফাদার সুনীল রোজারিও। খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী সিটি, বাংলাদেশ।
মানব ভ্রাতৃবর্গের সর্বোচ্চ সংঘ, করোনা ভাইরাস মহামরি থেকে মুক্তি ও মানব কল্যাণের জন্য ১৪ মে, বিশ্বের ধর্মীয় নেতা- বিশ্ববাসীদের উপোস, প্রর্থনার আহ্বান জানিয়েছেন। সংঘের ভ্রাতৃ বন্ধন দলিলের যে উদ্দেশ্য, সেই আলোকে ধর্মীয় নেতাগণ বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়ে বলেছেন, নিজেদের মধ্যেকার সমস্ত প্রার্থক্য ভুলে গিয়ে মানবতাবিরোধী এই শত্রুর বিরুদ্ধে একত্রে দায়িত্ব পালনের গুরুত্ব এখন সর্বজনীন।
আবু ধাবি থেকে বিভিন্ন বার্তা সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে যে, মানব ভ্রাতৃবর্গের সর্বোচ্চ সংঘের মহাসচীব, বিচারপতি মোহামেদ আব্দেল সালাম বলেছেন, “বিশ্ব নেতা ও জনগণের একমাত্র বিনম্র প্রার্থনা ও ভ্রতৃত্ববোধ আমাদের নিরাপত্তা ও মানব সমাজের স্বাস্থ্য, আশা জাগিয়ে রাখার প্রথম শর্ত হতে পারে।” ইতিহাসের এই ভয়াবহ সময়ে আজকের বিশ্ব মানব সমাজ এই মহামারি থেকে আরোগ্যলাভের জন্য যে প্রর্থনার মধ্যদিয়ে একত্রিত হয়েছেন, এটা বিশ্ব ঐক্যের নিমিত্তে স্বপ্ন পূরণের জন্য একটা বাস্তব পদক্ষেপ। বিচারপতি সালাম বলেন, “আমরা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে করজোড়ে তাঁর অনুগ্রহ ও দয়া যাচ্না করি এবং বিশ্বাস করি, তিনি বিশ্বের এই ভয়াবহ মহামারি থেকে নিষ্কৃতির জন্য কোটি কোটি বিশ্বাসীর ডাকে সাড়া দিবেন।”
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবসকারি এবং ওয়াশিংটনের হিব্রু সমাজের রাব্বী এবং মানব ভ্রাতৃবর্গের সর্বোচ্চ সংঘের সদস্য ব্রুস লাস্টিগ বলেছেন, “আমরা সবাই প্রত্যক্ষ করছি কীভাবে এই ভয়াবহ মহামারি জনজীবন কেড়ে নিচ্ছে, সেই সাথে এটাও প্রকাশিত হচ্ছে, যে সামনের দিনে একটা উন্নত ও সম্মিলিত মানব জীবন অপেক্ষা করছে।”
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত সচীব এবং ভ্রাতৃবর্গের সর্বোচ্চ সংঘের সদস মুন্সিনিয়র ইয়োয়ান্নিস লাহ্জি গায়েইড বলেছেন, “আমরা যে বিশ্ব মানব সমাজ এই মহামারি থেকে উদ্ধারের অপেক্ষায় আছি, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরই কোটি মানুষের বিপন্ন জীবন রক্ষা করতে পারেন এবং একই সাথে বিজ্ঞানী ও গবেষকদের আলোকীত করতে পারেন- সমাধান খুঁজে পাওয়ার জন্য।” বিশ্ব ভ্রাতৃবর্গ সংঘ আশা করছেন, একটি লক্ষ্যে পৌঁছার জন্য প্রার্থনার মধ্যদিয়ে ১৪ মে হবে বিশ্বের সর্ববৃহৎ গণ জমায়েত। সেই সাথে আশা করছেন গণমাধ্যমের কর্মীরা এই সম্মেলনের বিষয়বস্তু এবং ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন।
মানব ভ্রাতৃবর্গের সর্বোচ্চ সংঘ হলো একটি স্বাধীন সর্বধর্মীয় সংগঠন, যার লক্ষ্য হলো বিশ্বে মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। এই সংগঠনে রয়েছেন ধর্মীয় নেতা, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মানব ভ্রাতৃবর্গের সর্বোচ্চ সংঘের রয়েছে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্বলিত একটি দলিল। এই দলিলে সক্ষারদান করেছেন পোপ ফ্রান্সিস এবং আল আয্হারের গ্র্যান্ড ইমাম শেইখ আহমেদ এল তায়েব। গত বছর পোপ তাঁর সংযুক্ত আরব আমিরাত সফরের সময় এই দলিলে সাক্ষরদান করেছেন।