গত ১২ থেকে ১৩ মে ২০১৮ খ্রীষ্টাব্দ, বনপাড়া ধর্মপল্লীতে বাংলাদেশ কনফারেন্স অফ রিলিজিয়াস (বিসিআর) এর আয়োজনে উদ্যাপিত হল বিশ্ব আহ্বান দিবস। মূলসুর হিসাবে বেছে নেওয়া হয়েছে : “যুগে যুগে মানব-মানবীর জন্য ঈশ্বরের মহান পরিকল্পনা”। বাংলাদেশে সেবারত যাজক, ব্রতধারী-ব্রতধারিণী বিভিন্ন ধর্মসংঘের আঠারোটির সম্প্রদায়ের ব্রতধারী-ব্রতধারিণী তাদের নিজ নিজ সম্প্রদায় প্রতিষ্ঠা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রমের সহভাগিতা করেন। উপদেশে ফাদার রকি কস্তা ওএমআই তিনি বলেন, পুণ্য পিতা পোপ মহোদয় বিশ্ব আহ্বান দিবস উপলক্ষ্যে যে বাণী দিয়েছেন তাঁর আলোকে তিনটি বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে: শ্রবণ করা, সিদ্ধান্ত নেওয়া এবং সেই অনুসারে জীবন যাপন করা, দীক্ষাস্নানের গুণে আমরা সবাই মিশনারী কাজের দায়িত্ব পাই। তিনি আরো বলেন, পরিবার হল আহ্বানের মূলক্ষেত্র তাই পারিবারিক শিক্ষাদানই আহ্বানের মূলভিত্তি। ফাদার অপু সলোমন সিএসসি বলেন, মণ্ডলীকে সেবাকাজে যুবক-যুবতীরা যেন নিজেদের আহ্বান আবিষ্কার করতে পারে এই লক্ষ্যেই আমাদেও বিশ্ব আহ্বান দিবসের আয়োজন। যুবক-যুবতীদের আহ্বান বুঝতে সাহায্য করা ও অনুপ্রাণিত করা, পরিবার ও আমাদের সকলের দায়িত্ব। এই সেমিনারে ধর্মপ্রদেশীয় যাজক, ব্রতধারী যাজক, ব্রতধারী ও ব্রতধারিণীদের উপস্থিতির সংখ্যা ছিল ৪০ জন আর তিনটি ধর্মপল্লীর যুবক-যুবতীরদের সংখ্যা ছিল প্রায় ৩৫০ জন।
বনপাড়া ধর্মপল্লীতে বিশ্ব আহ্বান দিবস উদ্যাপন
Please follow and like us: