তথ্য প্রদানে অসীম ক্রুশ, কারিতাস রাজশাহী অঞ্চল, রাজশাহী।
গত ৩১ মে, ২০২০ খ্রিস্টাব্দে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল ও সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে রাজশাহী ধর্মপ্রদেশের ৬টি ক্যাথলিক স্কুল হতে সর্বমোট ৭৪৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৭২৮ জন উত্তীর্ণ হয়েছে। স্কুলগুলোর পাসের হার শতকরা ৯৭.৩৩। রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের গড় হার ৯০.৩৭। জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ১৬১ জন শিক্ষার্থী যার শতকরা হার ২১.৫২। ৬টি ক্যাথলিক স্কুলের মধ্যে জিপিএ ৫ এর দিক থেকে সর্বোচ্চ অবস্থানে সেন্ট রীটাস্ হাইস্কুল, মথুরাপুর, চাটমোহর, পাবনা। স্কুলটি জিপিএ ৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী, যার শতকরা হার ২৬.৫১। অপরদিকে শতকরা পাসের হারের দিক থেকে সর্বোচ্চ পাস করেছে সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, জোনাইল, নাটোর, যার শতকরা হার ৯৮.৫৭। বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১৬,১৬৭ জন শিক্ষার্থী। এছাড়া সর্বোচ্চ পরীক্ষা দিয়েছে সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ হতে ৩০৩ জন। স্কুলগুলোর একনজরে উল্লেখ্যযোগ্য ফলাফল নিম্নরূপ-
উল্লেখ্য, রাজশাহী ধর্মপ্রদেশে বর্তমানে ২৫টি স্কুল রয়েছে। তন্মধ্যে কলেজ পর্যায়ে ১টি, মাধ্যমিক পর্যায়ে ৫টি, নিম্ন মাধ্যমিক পর্যায়ে ৫টি এবং প্রাথমিক পর্যায়ে রয়েছে ১৪টি বিদ্যালয়।
রাজশাহী ধর্মপ্রদেশের ৬টি ক্যাথলিক স্কুলের এসএসসি ফলাফল- ২০২০
Please follow and like us: