ফাদার পিউস গমেজ। বিশপ ভবন, রাজশাহী সিটি, বাংলাদেশ।
প্রতিবারের ন্যায় এবারও গত ৩ জুন রাজশাহী ডাইয়েসিসের খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী সিটিতে পালিত হলো অনলাইন রেডিও জ্যোতির ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম জন্মদিন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও, ভিকার জেনারেল ফাদার পল গমেজসহ রাজশাহীতে কর্মরত ১৫ জন ফাদার, ২জন ব্রাদার এবং ৫ জন সিস্টার। বর্ষপূর্তি উৎসরে কর্মসূচীর প্রথম পর্যায়ে রেডিও জ্যোতির স্থায়ী শিল্পীদের নিয়ে এবং ফাদার সুনীল রোজারিওর গ্রন্থনায় সম্প্রচার করা হয় “অঞ্জলি লহো মোর” নামে একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রোতাদের পাঠানো শুভেচ্ছা বাণীও উপস্থাপন করা হয়। পরে কাকুলী শিশু শিল্পীদের নিয়ে মহামারির উপর ভিত্তি করে লকডাউন নামে আরো একটি বিশেষ অনুষ্ঠান রেকোডিং করা । এই পর্বে শেষে কাকুলী শিল্পীদের নিয়ে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে নিমন্ত্রিত বিশেষ অতিথিদের নিয়ে রেডিও জ্যোতির বর্ষপূতি উদযাপন করা। অনুষ্ঠানের শুরুতে বর্ষপূতি উপলক্ষে একটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠান করা ঞয়। এর পরপরই নিমন্ত্রিত অতিথীদের নিয়ে শুরু হয় এক বিশেষ আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন রেডিও জ্যোতির প্রধান পৃষ্ঠপোষক, রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। শুরুতেই শুভেচ্ছা জ্ঞাপন করেন ফাদার বাবলু কোড়াইয়া, পরিচালক, খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র। রেডিও জ্যোতি ও বরেন্দ্রদূত পত্রিকা ও অনলাইন পোটালের বর্তমান বাস্তবতা নিয়ে উপস্থাপনা দেন রেডিও জ্যোতির পরিচালক ফাদার সুনীল ডানিয়েল রোজারিও। তিনি তার উপস্থাপনায় বলেন, রেডিও জ্যোতি বগুড়া সিটি থেকে রাজশাহী সিটিতে শিপ্ট করার পর নতুন করে শুরুর একটা পরিকল্পনা ছিলো। সেটা আজ বাস্তবায়ন হতে চলেছে। যদিও লকডাউনের কারণে গতি মন্থর হয়ে পড়েছে। তবে ভবিষ্যতে রাজশাহী শহর থেকে লোকজনদের নিয়ে রেডিওর কলা কুশলী গড়ে তোলার কথা তিনি উল্লেখ করেন। এই ব্যাপারে ফাদার সুনীল, উপস্থিত ফাদার সিস্টারদের সহযোগিতা কামনা করেন।

ফাদার সুনীলের উপস্থাপনার পর রেডিও জ্যোতি ও রাজশাহী ধর্মপ্রদেশের অন্যান্য মিডিয়াগুলোতে সবাই কীভাবে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে তার উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এখানে মূলত যে সমস্ত প্রস্তাবনাগুলো ওঠে আসে তা হলো প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র/ছাত্রীদেরকে মিডিয়ার কাজে সম্পৃক্ত করা। দলগতভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা। যাদের কিছুটা লিখার অভ্যাস বা হাত আছে তাদেরকে উৎসাহিত করার এবং মিডিয়ার বিভিন্ন শাখায় কাজ করার জন্য লোকদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা।।
মুক্তা-আলোচনার পর বিশপ মহোদয় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, “রাজশাহী ক্যাথলিক ডাইয়োসিসের অনলাইন মিডিয়া, রেডিও জ্যোতি, তার সম্প্রচারের চার বছর পূর্ণ ক’রে, পঞ্চম বছরে পথ চলতে শুরু করেছে। আমরা আজ তার বর্ষপূর্তি পালন করছি। চার বছর খুব বেশি দীর্ঘ সময় নয়। গত চার বছরে ঈশ^রের আর্শীবাদ ছিল, অনুগ্রহ ছিল। আজকে আমি রেডির জ্যোতির পরিচালক ফাদার সুনীল রোজারিওকে তার পেশাদারি কাজের জন্য ধন্যবাদ দেই। তিনি আরো বলেন আমি স্বপ্ন দেখতে ও দেখাতে ভালবাসি। তাই চাই শুধুমাত্র অনলাইন রেডিও জ্যোতিই নয় বরং আমরা যেন আমাদেও ধর্মপ্রদেশ থেকে একদিন অনলাইন টিভির কাজও শুরু করতে পারি।” পরে অনলাইন রেডিও জ্যোতির ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে একটা ভিডিও চিত্র দেখানো হয় এবং সবশেষে বর্ষপূতি ও রেডিও জ্যোতির পঞ্চম জন্ম দিনের কেক কাটা ও সান্ধ্যভোজের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ করা হয়।

Please follow and like us: