চট্রগ্রাম মেট্রোপলিটান আর্চবিশপ মজেস মন্টু কস্তা, সিএসসি, আজ সকালে মৃত্যুবরণ করেছেন। গত ১৩ জুন তারিখে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্রগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। স্কয়ার হাসপাতালের ডাক্তারগণ পরীক্ষা করে জানান যে তিনি করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। এক সময় আর্চবিশপ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। কিন্তু গত ৭ জুলাই তিনি আবারো অসুস্থ হয়ে পড়েন। পরে স্কয়ার হাসপাতলে তাঁকে নিবিড় পরিচর্যায় রাখার পরেও অবস্থার অবনতি ঘটলে তাকে একই হাসপাতোলের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এই লাইফ সাপোর্ট অবস্থায় আজ ১৩ জুলাই মৃত্যুবরণ করে।

আর্চবিশপ মজেসের প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া খ্রিস্টযাগ দুপুরে তেজগাঁও পবিত্র জপমালা গির্জায় অনুষ্ঠিত হয়। তাঁর দ্বিতীয় অন্ত্যেষ্টিক্রিয়া খ্রিস্টযাগ অর্পণ করা হয়েছে আর্চবিশপের নিজ ধর্মপল্লী, তুমিলিয়া মিশনে। সবশেষে তাঁকে নিয়ে যাওয়া হবে চট্রগ্রাম আর্চবিশপ ভবনে। সেখানে তাঁর সর্বশেষ অন্ত্যেষ্টিক্রিয়া খ্রিস্টযাগ অর্পণের পর বিশপ ভবন কবরস্থানে তাঁেক সমাহিত করা হবে। শ্রদ্ধেয় পাঠকবৃন্দ, খুব শিঘ্র আমরা আর্চবিশপের বিষয় বিস্তারিত বিবরণ তুলে ধরবো।

Please follow and like us: