ফাদার বিকাশ কুজুর, সিএসসি

গত ২৪ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার ফৈলজানা ধর্মপল্লীতে ফৈলজানা খ্রিস্টান যুব সংঘের উদ্যোগে যুব সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন ফৈলজানা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৬ষ্ঠ শ্রেণী হতে তদুর্ধ ছাত্রছাত্রীরা মিশন প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। সকাল ৮:৩০ ঘটিকায় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি। খ্রিস্টযাগে তিনি বলেন, “আমরা হলাম দায়িত্বপ্রাপ্ত সেবক-সেবিকা। তাই আমাদের দায়িত্ব রয়েছে সৃষ্টি ও কৃষ্টিকে লালন করা এবং নিজ নিজ কৃষ্টিতে জীবনযাপন করা।” খ্রিস্টযাগের পর অতিথীদের বরণ ও আহ্বায়কের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। অত:পর ‘আমরা হলাম দায়িত্বপ্রাপ্ত সেবক’ এই মূলসুরের উপর সেশন পরিচালনা করেন সহকারী পাল-পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি। তিনি বলেন, “যুবক-যুবতী হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে সৃষ্টিকে যত্ন নেওয়ার এবং কৃষ্টিকে আপন করে তা জীবনভর অনুশীলন করার। পাশাপাশি, নিজেদের জীবনের উন্নয়ন ঘটিয়ে কৃষ্টি এবং সমাজকে উন্নত করারও দায়িত্ব আমাদের।” সেশনের পর দলীয় আলোচনা ও রিপোর্টিং হয়। রিপোর্টিং শেষে বিগত বছরের মূলসুরের আঙ্গিকে পর্যালোচনা করেন সংঘের সাধারণ সম্পাদক উইলিয়াম গমেজ। সকলের সুন্দর ও সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি সীমান্ত পিটার গমেজ। তারপর দুপুরের আহারের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিনব্যাপি এ সেমিনার সমাপ্ত হয়।

Please follow and like us: