ফাদার বিকাশ কুজুর, সিএসসি
আজ ৩০ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ রোজ রবিবার ফৈলজানা ফৈলজানা ধর্মপল্লীতে মা মারীয়ার গ্রোটো ও হলরুম উদ্বোধন করা হয়। সকালে দুটি খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজরিও,এসটিডি, ডিডি। খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি, ফাদার পিউস গমেজ, ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি, এসএমআরএ সিস্টারগণ এবং প্রায় তিনশত খ্রিস্টভক্ত।

খ্রিস্টযাগের পর ‘ভুবণমোহিনী দাবিদনন্দিনী…’ গান গাইতে গাইতে খ্রিস্টভক্তগণ নবনির্মিত গ্রোটোর সামনে উপস্থিত হন। তখন বিশপ মহোদয় গ্রোটো আর্শীবাদ ও প্রদীপ প্রজ¦লন করেন। অতপর সকলে গান গাইতে গাইতে সংস্কারকৃত হলরুমের সামনে উপস্থিত হন। প্রথমে বিশপ মহোদয় ও পাল-পুরোহিত হলরুমের লিপিফলক উন্মোচন করেন। অত:পর বিশপ মহোদয় হলরুম আর্শীবাদ ও পরিদর্শন করেন। অতপর সকলের উদ্দেশ্যে তিনি বলেন, “এ বছর জাতির জনক বঙ্গবন্ধুর শতবছর পূর্তির উৎসব চলছে। আমরাও বাংলাদেশ খ্রিস্টমন্ডলীর একজন বিশেষ ব্যক্তিত্ব ‘ঈশ^রের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র শতবছর পূর্তির উৎসব করছি। আর এ বছরেই আমরা তাঁর নামে প্রতিষ্ঠিত এই হলরুম পেয়েছি। আমি আশা করি, এখানে অনেক সুন্দর কিছুর চর্চা হবে এবং ধর্মপল্লীর গঠনকার্যে এটি একটি চমৎকার ভূমিকা রাখবে।” ধন্যবাদের বক্তব্যে পাল-পুরোহিত ফা. এ্যাপোলো রোজারিও, সিএসসি গ্রোটো নির্মাণে সকলের উদার সাড়াদান ও সুপরামর্শের জন্য সকলকে ধন্যবাদ জানান। পরিশেষে, আর্শীবাদিত বিস্কুট সকলের মধ্যে বিতরণ করা হয়।

Please follow and like us: