ফাদার শ্যামল জেমস্ গমেজ:

গত ২৭ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ দীর্ঘ দিনের আধ্যাত্মিক ও বাহ্যিক প্রস্তুতি এবং ঐশজনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে চাঁদপুকুর ক্যাথলিক ধর্মপল্লীর ১৭২ জন ছেলেমেয়ে ও খ্রিস্টভক্ত পুণ্য হস্তার্পণ সংস্কার গ্রহণ করে। পবিত্র খ্রিস্টযাগ ও হস্তার্পণ সংস্কার প্রদান করেন রাজশাহী ধর্মপদেশের ধর্মপাল, পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। তিনি খ্রিস্টযাগের উপদেশে বলেন, “হস্তাপর্ণ সংস্কারে দীক্ষিত খ্রিস্টভক্তদের অন্তরে একটি ‘ছাপ’ বা চিহ্ন অঙ্কিত হয় যার ফলে খ্রিস্টিয় জীবনে প্রবেশের পথে খ্রিস্টভক্তগণ পবিত্র আত্মার অনুগ্রহ দানে পূর্ণ হয় এবং মণ্ডলির সঙ্গে আরো দৃঢ়ভাবে যুক্ত হয়। এই সংস্কারে তারা বিশেষ শক্তি লাভ করে কথায় ও কাজে খ্রিস্টের সাক্ষী হতে এবং খ্রিস্টিয় বিশ্বাস রক্ষা ও প্রচার করতে”। পবিত্র খ্রিস্টযাগের পর চাঁদপুকুর ধর্মপল্লীতে নবনির্মিত “যীশু গুরু পালকীয় সেবাকেন্দ্র” এর শুভ উদ্বোধন করা হয়। পালকীয় সেবাকেন্দ্রের শুভ উদ্বোধন করেন শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বেলিসারিও সিরো, সহকারী পালপুরোহিত ফাদার শ্যামল জেমস্ গমেজ, কারিতাস রাজশাহীর আঞ্চলিক পরিচালক মি. জর্জ সুক্লেশ কস্তাসহ অন্যান্য কর্মকর্তা, সিস্টারগণ ও হাজারো খ্রীষ্টভক্ত। উল্লেখ্য রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ এই “যীশু গুরু পালকীয় সেবাকেন্দ্রে’র মধ্য দিয়ে খ্রিস্টিয় ও অন্যান্য শিক্ষাসহ আধ্যাত্মিক যত্ম লাভ করবেন।

Please follow and like us: