সংবাদ বিজ্ঞপ্তি ।।
ভাটিকান, ৩০ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ ঢাকা আর্চডাইয়োসিসের আর্চবিশপ কার্র্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি এর ঢাকা আর্চডাইয়োসিসের কর্মদায়িত্ব থেকে অবসর গ্রহণের আবেদনটি মুঞ্জুর করে তাঁঁর স্থলে সিল্টে ডাইয়োসিসের বিশপ বিজয় এন্ডু ক্রুশকে ডাকা আর্চডাইয়োসিসের আর্চবিশপ হিসেবে মনোনয়ন দিয়েছেন। এ খবরটি ভাটিকান রেডিও ও ভাটিকান দূতাবাস, বাংলাদেশ থেকে একযোগে ঘোষণা করা হয়েছে।
আর্চবিশপ কার্র্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি ২০১১ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর ঢাকা আর্চডাইয়োসিসের দায়িত্ব গ্রহণ করন এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ পর্যন্ত তা পালন করেন। কাথলিক চার্চের নিয়ম অনুযায়ী ৭৫ বছর হয়ে গেলে একজন বিশপকে অবসর গ্রহণের জন্য আবেদন করতে হয়। ইতোমধ্যে ঢাকার আর্চবিশপ কার্র্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি, সেই বয়সসীমা অতিক্রম করেছেন। কার্র্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি, আর্চবিশপীয় কর্মদায়িত্ব থেকে অব্যাহতি নিলেও কার্ডিনাল হিসেবে তাঁর সকল দায়িত্ব পালন করে যাবেন।
ঢাকা আর্চডাইয়োসিসের বর্তমান আর্চবিশবের অবসর গ্রহণ ও নতুন আর্চবিশবের নাম ঘোষণা
Please follow and like us: