“প্রভু যীশু তুমি আমার দেহের মধ্যে এসো, আমার দেহে তুমি বাস কর, আমি যেন আমার দেহ তোমার মত পবিত্র করে তুলতে পারি।” আজ ৩ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ, সাধু যোসেফের গীর্জা রহনপুর ধর্মপল্লীতে প্রথম খ্রীষ্টপ্রসাদ সংস্কার খ্রীষ্টযাগে প্রার্থীদের উদ্দেশ্যে এই সব কথা বলেন, প্রধান পৌরহিতকারী ফাদার বাবলু সি. কোড়াইয়া। গত ১ জুন থেকে তিন দিনের বিশেষ ক্লাশ ও আধ্যাত্মিক প্রস্তুতির পর মোট ১৫০ জন প্রার্থী খ্রীষ্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে। শ্রদ্ধেয় ফাদার বাবলু যীশু দেহ উৎসব পর্ব এবং খ্রীষ্টপ্রসাদ সংস্কার বিষয়ে শিক্ষা প্রদান করেন। খ্রীষ্টযাগের শেষে রহনপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত প্রার্থীদের শুভেচ্ছা ও অভিন্দন জানান, সেই সাথে গ্রাম ভিত্তিক ক্লাশ ও তিন দিনের বিশেষ ক্লাশ দিয়ে প্রার্থীদের প্রস্তুত করে তুলেছেন এবং তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। অত:পর মনোজ্ঞ সংস্কৃতিক ও মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে সমাপ্তি করা হয়।

Please follow and like us: