ফাদার সুনীল রোজারিও, খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী সিটি, বাংলাদেশ।

ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস নতুন করে ১৩জন কার্ডিনাল মনোনীত করেছেন। গত ২৫ অক্টোবর তার সান্ধকালীন প্রার্থনা শেষে আকস্মিকভাবে এই নতুন কার্ডিনালদের নাম ঘোষণা করেন। পোপ বলেন, নভেম্বর মাসের ২৮ তারিখে ভাটিকানে নতুন কার্ডিনালদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হবে। এই ব্যাপারে ইতিমধ্যে অনেকে আবার সন্দেহ প্রকাশ করে বলেছেন, করোনো ভাইরাস যেভাবে আবার ইউরোপে আঘাত হানছে তাতে করে ২৮ নভেম্বর অনুষ্ঠান কতোট যুক্তিযুক্ত। উল্লেখ্য যে, কার্ডিনালদের অভিষিক্ত অনুষ্ঠানে মনোনীতদের স্ব-শরীরে উপস্থিত থাকার বিধান রয়েছে।

যারা কার্ডিনাল পদে মনোনীত হয়েছেন, তারা হলেন- ১. আর্চবিশপ উইলটন গ্রেগরি, ওয়াশিংটন, আমেরিকা। ২. আর্পবিশপ আন্তোইন কাম্বান্দা, রোয়ান্ডা। ৩. আর্চবিশপ হোসে ফিয়ের্তে এ্যাডভিনকুলা, ফিলিপাইন। ৪. আর্পবিশপ সেলেষ্টিনো আয়োস ব্রাকো, চিলি। ৫. বিশপ কর্ণেলিউস সিম- এ্যাপোস্টোলিক ভিকার, ব্রুনেই। ৬. আর্চবিশপ আগুস্টো পাওলো লজুদিস, ইটালি। ৭. বিশপ মার্টিন গ্রিচ, বিশপ সিনোদের মহাসচিব। ৮. বিশপ মার্চেল্লো সেমেরারো, ভটিকানের সাধু নির্বাচন বিষয়ক দপ্তর প্রধান। ৯. ফাদার মাওরো গাম্বেত্তি, আসিসি, ইটালি। ১০. ফাদার এনরিকো ফেরোচি, ইটালি। ১১. মঞ্চিনিয়র ফেলিপ আরিজমেন্দি এস্কিভেল, মেক্সিকো। ১২. আর্চবিশপ সিলভানো টমাসী, ইটালি। এবং ১৩. ফাদার রানীয়েরো কান্তালামেস্যা।

আর্চবিশপ গ্রেগরি হলেন আমেরিকার চতুর্থ কার্ডিনাল এবং প্রথম আফ্রিকান-আমেরিকান কার্ডিনাল। মনোনীত ১৩জন কার্ডিনালের মধ্যে ৯জনের বয়স ৮০ বছরের নিচে এবং যারা পরবর্তী পোপ নির্বাচনে ভোট দেবার অধিকার লাভ করবেন। বাংলাদেশের রাজশাহী ক্যাথলিক ডাইয়োসিসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।

Please follow and like us: