২৩ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ। সকাল থেকেই মূষলধারে বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতামাথায় শিশুরা দলে দলে আসতে থাকে। লক্ষ্য শিশুমঙ্গল দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ। বৃষ্টিস্নাত দিনে “আমরা যিশুর সেবক সকলে” মূলসুরের উপর শিশুমঙ্গল সংঘের উদ্যোগে মথুরাপুর ধর্মপল্লীতে অর্ধদিবসব্যাপী শিশুমঙ্গল সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ১২০ জন শিশু ও ১৬ জন পরিচালিকা উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচী। খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। খ্রিস্টযাগের পর সিস্টার মেরী মনিক, এসএমআরএ সেমিনারের মূলভাবের উপর প্রাণবন্ত সহভাগিতা করেন। রাজশাহী ধর্মপ্রদেশের পালকীয় কর্মশালা ২০২০ এর আলোকে ধর্মপল্লী কর্তৃক গৃহিত ৪টি অগ্রাধিকারসহ আরো কয়েকটি সাম্প্রতিক বিষয়সমূহের উপর গ্রামভিত্তিক ৭টি নাটিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কণ ও চারু-কারুকলা প্রদর্শনী। শিশু ও পরিচালিকাদের পুরষ্কার প্রদান ও দুপুরের আহারের মধ্য দিয়ে শিশুমঙ্গল সেমিনার সমাপ্ত হয়।
-চন্দ্রা গমেজ
শিশুমঙ্গল সেমিনার অনুষ্ঠিত
Please follow and like us: