“এসো রোজারিমালা প্রার্থনা করি, কুমারী মারীয়ার আদর্শে জীবন গড়ি” মূলসুরের উপর বিগত ১৬-১৭ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ রোজ শুক্র-শনিবার সাধ্বী রীতা’র ধর্মপল্লী, মথুরাপুরে ‘রাজশাহী ধর্মপ্রদেশীয় ফ্যামিলি রোজারি মিনিস্ট্রি’ এর আয়োজনে সন্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সন্মেলনে হাইস্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয় পড়ুয়া ১৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ১৬ অক্টোবর শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় ধর্মপল্লীর মা মারীয়ার গ্রটোর সামনে রোজারিমালা প্রার্থনার মধ্য দিয়ে দুইদিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। ১৭ অক্টোবর সকাল ৯:০০ ঘটিকায় ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা, রাজশাহী ধর্মপ্রদেশীয় ফ্যামিলি রোজারি মিনিস্ট্রির পরিচালক ফাদার সুরেশ পিউরীফিকেশন এবং সিস্টার সেলিন হেলেন গমেজের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। মূলসুরের উপর প্রাণবন্ত উপস্থাপনা রাখেন ফাদার প্রশান্ত আইন্দ। পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা সম্প্রতি প্রকাশিত তার “প্রণাম মারীয়া: দয়াময়ী মাতা” বই এর আলোকে মা মারীয়ার বিষয়ে সহভাগিতা করেন। দুপুর ১২:৩০ মিনিটে খ্রিস্টযাগ এবং দুপুরের আহারের মধ্য দিয়ে দিনের কার্যক্রম সমাপ্ত হয়।
-মনিষা ফ্লোরেন্স গমেজ

Please follow and like us: