বিগত ২৮ মে থেকে ৪ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ, মোট ১৫৩ জন ছাত্র-ছাত্রীর এবং ১৬জন স্চ্ছোসেবকের অংশগ্রহনে “বিশ্বাস ও জীবনাহ্বান নির্ণয়” মূলসুরের উপর ভিত্তি করে খ্রীষ্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে এইচএসসি পরীক্ষোত্তর খ্রীষ্টিয় গঠন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী ধর্মপ্রদেশের শ্রদ্বেয় ফাদার চ্যানচেলর উইলিয়াম মুরমু ও অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে ও উপস্থাপনায় বিশ্বাস ও জীবনাহ্বান, পবিত্র বাইবেলের ইতিহাস ও ব্যবহার, ক্ষুদ্র খ্রীষ্টিয় মণ্ডলী, মাণ্ডলিক আইন, পবিত্র সাক্রামেন্ত, খ্রীষ্টিয় নৈতিকতা ও মূল্যবোধ, গণমাধ্যম, সমাজ বিশ্লেষণ, বর্তমান বাস্তবতায় ক্যারিয়ার গঠন প্রভৃতি বিষয়ের উপর উপস্থাপনা দেওয়া হয়। ছাত্র-ছাত্রী সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ এবং সকলের সার্বিক সহযোগিতায় উক্ত সেমিনারগুলো সুন্দরভাবে সম্পন্ন করা হয়। ছাত্র-ছাত্রীগণ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে তাদের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন হয়ে ফিরে যায়।
রাজশাহী ধর্মপ্রদেশীয় এইচএসসি পরীক্ষোত্তর খ্রীষ্টিয় গঠন প্রশিক্ষণ-২০১৮
Please follow and like us: