বিগত ৩ জুন ২০১৮ খ্রীষ্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশে বগুড়া এম্মাউস হাউজে একমাত্র অনলাইন রেডিও জ্যোতির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়। দেখতে দেখতে অনলাইন রেডিও জ্যোতি দুটি বছর পার করলো। এইদিনে রেডিও জ্যোতির বিভিন্ন কলাকৌশলীদের নিয়ে পবিত্র খ্রীষ্টাযাগের মধ্যে দিয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান করা হয়। পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন রেডিও জ্যোতির পরিচালক ফাদার সুনীল দানিয়েল রোজারিও তাকে সহায়তা করেন সেক্রেটারি ফাদার নিখিল গমেজ। উপদেশে ফাদার বলেন, বাংলাদেশের একমাত্র কাথলিক অনলাইন রেডিও জ্যোতির বিভিন্ন সচেতনামূলক অনুষ্ঠানের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তাই রেডিও জ্যোতির কলাকৌশলীদের অনেক ধন্যবাদ জানাই এবং সবার সহযোগিতা কামনা করি। খ্রীষ্টযাগের পরে রেডিও জ্যোতির কলাকৌশলীদের অনুভূতি ব্যক্ত করার কথা বললে, তখন কয়েকজন কলাকৌশলী বলেন, তারা অনেক ভাগ্যবান কারণ তারা নিজেরাই রেডিও জ্যোতির বিভিন্ন প্রোগ্রাম তৈরি করতে সহায়তা করছেন আর এর মধ্যে দিয়ে তারা অনেক লাভবান হচ্ছেন। পরে রেডিও জ্যোতির সেক্রেটারি ফাদার নিখিল গমেজ বলেন, এত সুন্দর কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য রেডিও জ্যোতির পরিচালকসহ সকল কলাকৌশলীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের সকলের সার্র্বিক মঙ্গল কামনা করেন। পরে দুপুরে মধ্যাহ্নে ভোজের মধ্যদিয়ে রেডিও জ্যোতির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
অনলাইন রেডিও জ্যোতির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Please follow and like us: