‘শিশুরা রত্ন, প্রয়োজন ভালবাসা আর যত্ন’ মূলসুরের আলোকে রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে ডিসেম্বর ১০-১৩, ২০২০ খ্রিস্টব্দে রাজশাহী ধর্মপ্রদেশের অধিনস্থ বিভিন্ন ধর্মপল্লীর ৮৭ জন শিশুমঙ্গল এনিমেটর নিয়ে গঠন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় বাংলাদেশ শিশুমঙ্গল সংস্থার প্রধান শ্রদ্ধেয় ফাদার রোদন হাদিমা উপস্থিত ছিলেন এবং এনিমেটরদের সাথে বাংলাদেশ শিশুমঙ্গলের ইতিহাস, দর্শন ও লক্ষ্য সম্পর্কে সহভাগিতার মাধ্যমে তাদের আলোকিত করেন। এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর সি. রেবেকা রোজারিও, সিআইসি, ফাদার দিলীপ এস কস্তা, ফাদার প্রবাস পি. রোজারিও, এসজে ফাদার রোহিত মৃ, এসজে, সিস্টার দিপালী আরেং, এসএসএমআই সহভাগিতা করেন। শিশুমঙ্গল এনিমেটরদের শিশুমঙ্গল পরিচালনায় কর্মশালার অংশ হিসাবে বাস্তব অভিজ্ঞতা লাভের লক্ষ্যে কাটাডাঙ্গা ও রহনপুর ধর্মপল্লী পরিদর্শনে নিয়ে যাওয়া হয়। রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল জের্ভাস রোজারিও ধন্যবাদের খ্রিস্টযাগের সহভাগিতায় বলেন- ‘শিশুমঙ্গল এনিমেটরগণ হলেন একজন নেতা, মা ও শিক্ষক। পিতা-মাতা ছাড়াও ধর্মপল্লীগুলোতে শিশুদের উপযুক্ত শিক্ষা দান ও নিজেদের জীবন সাক্ষ্যের মাধ্যমে ভবিষ্যত মণ্ডলিকে উপযুক্ত ভাবে গড়ে তুলবেন।’ পরিশেষে, ধর্মপল্লীগুলোতে এনিমেটরদের অবদানের জন্যে তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
-ফাদার শৈবাল ফ্রান্সিস রোজারিও

Please follow and like us: