ফাদার বিকাশ কুজুর, সিএসসি
বিগত ১৩ ডিসেম্বর ২০২০ খ্রীষ্টাব্দ রোজ রবিবার ফৈলজানা ধর্মপল্লীতে পালকীয় ও আগমনকালীন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রথম খ্রীষ্টযাগ উৎসর্গ করেন সহকারী পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি এবং দ্বিতীয় খ্রীষ্টযাগ উৎসর্গ করেন পালক পুরোহিত ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, সিএসসি। দ্বিতীয় মিশার পর প্রতিটি ব্লক থেকে ১০জন করে প্রতিনিধিগণ সেমিনারে যোগদান করেন। প্রথমে উদ্বোধনী প্রার্থনা মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। অতপর বক্তা ফাদার বিকাশ কুজুর, সিএসসি ‘আমরা হলাম দায়িত্বপ্রাপ্ত সেবক’ মূলভাবের উপর পাওয়ার পয়েন্ট ব্যবহার করে উপস্থাপনা রাখেন। তিনি বলেন, ‘ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করার পর মানুষকে সেগুলো দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। কিন্তু মানুষের স্বার্থপরতার কারণে সৃষ্টি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অসচেতনা ও বেখেয়ালীপনার কারণে সুন্দর কৃষ্টি-সংস্কৃতিও হারিয়ে যাচ্ছে। তাই সৃষ্টি ও কৃষ্টির রক্ষণাবেক্ষণ এবং যত্ন নেওয়ার যে দায়িত্ব ঈশ্বর মানুষ তথা আমাদের দিয়েছেন, তা যথাযথভাবে পালন করা আমাদের প্রত্যেকেরই অন্যতম প্রধান দায়িত্ব।” উপস্থাপনার পর সকলে ব্লকভিত্তিক দলীয় আলোচনায় অংশ নেয়। অতপর দলীয় রিপোর্ট পেশ করে। রিপোর্টিং শেষে সকলে গ্রামভিত্তিক ও দলীয় ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে পুরস্কার বিতরণী ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে এ সেমিনার সমাপ্ত হয়। উল্লেখ্য, এ বিশেষ সেমিনারে ফৈলজানা ধর্মপল্লীতে সেবাদানরত এসএমআরএ সিস্টারগণ এবং কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক সার্বিকভাবে সহযোগিতা করেন।
ফৈলজানা ধর্মপল্লীতে পালকীয় ও আগমনকালীন সেমিনার অনুষ্ঠিত
Please follow and like us: