-ফাদার বাবলু কোড়াইয়া
গত ২২ জানুয়ারি চাঁদপুকুর “শান্তিরাজ খ্রিস্ট” ধর্মপল্লীতে ডিকন বিপ্লব মাইকেল কুজুর যাজক পদে অভিষিক্ত হয়েছেন। চাঁদপুকুর “শান্তিরাজ খ্রিস্ট” ধর্মপল্লীতে রাজশাহী ডাইয়োসিসের বিশপ জের্ভাস রোজারিও কর্তৃক তিনি যাজক পদে অভিষিক্ত হন। যাজকীয় অভিষেক অনুষ্ঠানে ঢাকা মহাধর্মপ্রদেশের মাহামান্য আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ, ওএমআইও উপস্থিত ছিলেন। আগেরদিন সন্ধ্যায় অর্থাৎ ২১ তারিখে চাঁদপুকুর মিশনে ডিকন বিপ্লবের জন্য নিবেদন করা হয় পবিত্র ঘন্টা। পবিত্র ঘন্টার পর পরই পুরো ধর্মীয় ভাবধারায় মঙ্গল-আর্শীবাদ অনুষ্ঠিত হয়। মঙ্গল-আর্শীবাদ অনুষ্ঠানে প্রদীপ জ্বেলে, বাইবেল পাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে তার ভবিষ্যত মঙ্গল কামনা করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে, ২২ তারিখ শুক্রবার সকাল ১১টার দিকে বিশপ জের্ভাস রোজারিও ও মাহামান্য আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ, ওএমআই ও ৪৮ জন যাজক, ডিকন বিপ্লব কুজুরকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা করে বেদীর অভিমুখে যান। অভিষেক অনুষ্ঠানের শুরুতেই ডিকনের পরিবারের পক্ষ থেকে তাকে যাজকপদে অভিষিক্ত হওয়ার জন্য বিশপের হাতে অর্পণ করেন। খ্রিস্টযাগে বিশপ রোজারিও অভিষিক্ত যাজককে উদ্দেশ্য ক’রে বলেন, “যাজকত্ব হলো ঈশ্বরের আহ্বান। একজন ব্যক্তি স্বেচ্ছায় এই আহ্বানে সাড়া দিয়ে মন্ডলির সেবায় এগিয়ে আসেন। সুতরাং সব ধরণের কাজের দায়-দায়িত্ব তাকেই বহন করতে হয়। একজন যাজকের সদ্ইচ্ছার উপর নির্ভর করে- জনগণ কীভাবে তাকে সহায়তা দিবেন। সেই সাথে তিনি আরো বলেন যে, নব অভিষিক্ত যাজক বিপ্লব কুজুর চাঁদপুকুর ধর্মপল্লীর লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেছে, তাকে তার জীবনাহ্বান বুঝতে সময় নিতে হয়েছে যদিও, তবুও ঈশ্বর তাকেই বেছে নিয়েছেন তাঁর কাজ করার জন্য। রাজশাহীর সন্তান হলেও সে সিলেট ধর্মপ্রদেশের নামে ঐশ দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সে যাজকবরণ সংস্কার গ্রহণের মধ্যদিয়ে হয়ে উঠবেন জাতি-গোষ্ঠী, ধর্ম-বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের যাজক। অর্থাৎ যাজকীয় সেবাকাজ হলো সর্বজনীন।” খ্রিস্টযাগের উপদেশে আর্চ বিশপ বিজয় এন. ডি’ক্রুশ, ওএমআই বলেন, “যাজকীয় জীবনাহ্বান হলো ঈশ্বরের দেওয়া একটি বিশেষ দান। বিপ্লব আহুত হয়েছেন অপর খ্রিস্ট হয়ে মানুষের সেবা করার জন্য। সেই সাথে সে হবে মঙ্গলবাণীর একজন সেবক। মঙ্গলবাণীর সেবাকর্মীরূপে তাকে হতে হবে সত্যের ঘোষক, বিশ্বাসের শিক্ষক ও বাণীর প্রেরিতদূত। আমরাও সেই আদর্শেই নব অভিষিক্ত যাজককে দেখতে চাই। যাজকীয় জীবনে পবিত্র হ’য়ে ও পবিত্র ক’রে, মঙ্গলবাণী গ্রহণ ক’রে ও তা প্রচার ক’রে খ্রিস্টের নেতৃত্ব গ্রহণ ক’রে ও সেই নেতৃত্বের সেবা দিয়ে মঙ্গলবাণীর সেবা করবে। আমরা তার জন্য প্রার্থনা এবং সকল যাজকদের জন্য সবর্দা প্রার্থনা করবো যেন তারা সুস্থ থেকে মানব সেবায় ব্রতী হতে পারেন।” সম্ভর্ধনা অনুষ্ঠানে নব অভিষিক্ত যাজক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমার যাজকীয় জীবন আহ্বানের জন্য সর্বপ্রথম ঈশ্বরকে এবং আমাকে আজকের এ বেদীমূলে উপনীত বিশপ মহোদয় থেকে শুরু করে সকল শিক্ষাগুরু ও শুভাকাঙ্খিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি।”
বিপ্লব মাইকেল কুজুর ১০.১১.১৯৮২ খ্রিস্টাব্দে, চাঁদপুকুর, “শান্তিরাজ খ্রিস্ট” চার্চের অর্ন্তগত, লক্ষণপুর গ্রামে, আদিবাসী উরাঁও পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা- মৃত: বুধরাম কুজুর এবং মা- বুধনি তিগ্যা। ছয় ভাই-বোনের মধ্যে বিপ্লব চতুর্থ সন্তান। লক্ষণপুর গ্রাম, চাদপুকুর ক্যাথলিক চার্চ থেকে বেশ দূরে অবস্থিত। ফাদার বিপ্লব লক্ষণপুর গ্রামের প্রথম যাজক এবং চাঁদপুকুর মিশনের দ্বিতীয় যাজক। আমরা ফাদার বিপ্লব মাইকেল কুজুরের মঙ্গল জীবন কামনা করি।
ডিকন বিপ্লব মাইকেল কুজুর যাজক পদে অভিষিক্ত
Please follow and like us: