গত ২৫ জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দে, রাজশাহীর ১৭ নং ওয়ার্ড বনগ্রামে হলি ক্রস স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, প্রভিন্সিয়াল সুপিরিয়র, হলি ক্রস ব্রাদারস্, বাংলাদেশ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.এইচ.এম. খায়রুজ্জামান (লিটন), মাননীয় মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী; বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, বিশপ, রাজশাহী ধর্মপ্রদেশ; ফাদার পল গমেজ, ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ; মি. সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল এবং ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর, জনাব মো. শাহাদত আলী শাহু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মি. সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল হলি ক্রস ব্রাদারস্ বাংলাদেশের পক্ষে নগর পিতা, শিক্ষাবোর্ড চেয়ারম্যান ও কাউন্সিলরের নিকট যে সকল প্রত্যাশা তুলে ধরেন তা হলো- হলি ক্রস স্কুল এন্ড কলেজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করা, শিক্ষাবোর্ড কর্তৃক বিভিন্ন সুযোগ-সুবিধাদী প্রদান করা, স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের জন্য যেহেতু বাস থাকবে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানটির চারিদিকের রাস্তা ভবিষ্যতে প্রসস্থকরণে সহায়তা করা, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং সিটি কর্পোরেশন কর্তৃক শিক্ষার্থীদের হোস্টেলের তৈরীর জন্য জমি কিনতে সহায়তা করা।

বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, বিশপ, রাজশাহী ধর্মপ্রদেশ বলেন, বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়ামও প্রতিষ্ঠানটিতে খোলা হবে। একসময় প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় পর্যন্তও প্রতিষ্ঠা করার সুদীর্ঘ্য পরিকল্পনা রয়েছে।

ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, প্রভিন্সিয়াল সুপিরিয়র, হলি ক্রস ব্রাদারস্, বাংলাদেশ বলেন, এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন স্বপ্ন দেখানো হবে এবং তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা মানুষের মত মানুষ হবে অর্থাৎ ন্যায়-অন্যায় বুঝতে পারবে, শৃঙ্খলা শিখবে, নৈতিক মূল্যবোধ ধারণ ও লালন করবে এবং জ্ঞান চর্চা করবে।

বিশেষ অতিথি প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন প্রয়াত ফাদার লুইজি পিনুস,পিমে এবং বর্তমান নটরডেম কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্ত রোজারিও, সিএসসি-এর কথা স্মরণ করে বলেন, আজ আমাদের অনেক আনন্দের দিন এ জন্য যে রাজশাহীর উন্নয়নের রূপরেখায় আরও একটি প্রতিষ্ঠানের যুগ হতে যাচ্ছে। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ভারতে অনেক আগে থেকেই আলো ছড়িয়েছে। রাজশাহীতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব পূরণে হলি ক্রস স্কুল এন্ড কলেজ ব্যাপক ভূমিকা রাখবে। তিনি শিক্ষাবোর্ডের পক্ষ হতে সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করার নিশ্চয়তা দেন।

প্রধান অতিথি জনাব এ.এইচ.এম. খায়রুজ্জামান (লিটন), বলেন, “আজ হয়তো আমরা একটু ভিত্তি প্রস্তর স্থাপনে উপকরণ দিয়ে গেলাম, একদিন এ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ ছেলেমেয়েদের কোলাহলে ভরে যাবে- সেদিন আর বেশি দেরি নেই।” তিনি বলেন, “আমি যদি কোনদিন মেয়র না-ও থাকি তারপরও স্কুল এন্ড কলেজ এবং হোস্টেলের জমি ক্রয়ে এবং অন্যান্য সার্বিক সহযোগিতায় সহায়তা করব। কারণ এখানে যে শিক্ষা দেয়া হবে তা আমি জানি কারণ আমরা দু’ভাইও অতীতে মিশনারি স্কুলে পড়ালেখা করেছি।”

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন জনাব মো. শাহদাত আলী শাহু, কাউন্সিলর ১৭ নং ওয়ার্ড, রাজশাহী সিটি কর্পোরেশন এবং ফাদার পল গমেজ, ভিকার জেনারেল রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ, রাজশাহী। উল্লেখ্য হলি ক্রস স্কুল এন্ড কলেজ বিল্ডিং-এর পরিকল্পনা ও সাইট পরিকল্পনাও অনুষ্ঠানে সহভাগিতা করা হয়।

অসীম ক্রুশ
বরেন্দ্রদূত অনলাইন রিপোর্টার।

Please follow and like us: