গত ২৯ জানুয়ারি কলিমনগর, পবিত্র পরিবার ধর্মপল্লীর প্রথম পর্বদিবস উদযাপন করা হয়। পর্বদিনের খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। তাঁর সহাপির্ত খ্রিস্টযাগে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ইম্মনুয়েল কানন রোজারিও, সহকারি পাল-পুরোহিত মন্সিনিয়র মাশেলিউস তপ্নসহ আরো ৯ জন ফাদার, ১০ জন সিস্টার ও প্রায় ৪০০ খ্রিস্টভক্ত পর্বীয় খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন।
খ্রিস্টযাগের শুরুতেই পাল-পুরোহিত ফাদার ইম্মানুয়েল রোজারিও গত বছরের সকল দয়াদানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পর্বকর্তা ও মিসার উদ্দেশ্য দাতাদের নাম ঘোষণা করেন। বিশপ মহোদয় তার খ্রিস্টযাগের উপদেশে বলেন, “আজ আমরা উদযাপন করছি, পবিত্র পরিবার ধর্মপল্লীর পর্ব দিবস অর্থাৎ আমাদের পর্ব দিবস। এ পর্বদিবস আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা সবাই এক। পবিত্র পরিবারের প্রথম এবং প্রধান যে বিষয়টি লক্ষ করা যায় তা হলো একাত্তত্বা। অর্তাৎ সাধু যোসেফ, মারীয়া এবং যীশু এই তিনজন মিলে যেমন হয়ে উঠেছিল এক পবিত্র পরিবার। এই একাত্তত¦ার মূল বিষয় হলো ভালবাসা। এই ভালবাসার জীবন পরিলক্ষিত হয় পবিত্র পরিবারে। ভালবাসাই পারে সকলকে এক করে দিতে। ভালবাসার মধ্যে আছে ত্যাগস্বীকার, ক্ষমা ও পূর্ণমিলন। এগুলো হলো পরিবারিক জীবনের অপরিহার্য্য উপাদান। যা আমাদের জীবন থেকে আমরা বাদ দিতে পারি না। তাই পবিত্র পরিবারের আর্দশ আমাদের সর্বদা মনে রাখতে হবে। আর তা মনে রাখতে পারব, যদি আমরা প্রতিদিন সন্ধ্যা বেলা নিয়মিতভাবে পবিত্র পরিবারের মধ্যস্থতায় প্রার্থনা করি। শুধু তাই না, প্রার্থনা পর পারিবারিক বিষয়সমূহও আমরা সহভাগিতা করতে পারি। সেখানে দরকার হবে পরস্পরকে গ্রহণ করা, ক্ষমা করা এবং ত্যাগস্বীকার করা। এই বিষয়সমূহ অনুশীলনের মাধ্যমে আমরা পবিত্র পরিবারের আর্দশ অন্যদের কাছে তুলে ধরতে পারি।”
পবিত্র খ্রিস্টযাগের পর পবিত্র পরিবারের প্রতিকৃতিতে বিশপ মহোদয় ও ফাদারগণ ফুল নিবেদন করেন এবং পরে খ্রিস্টভক্তগণও পবিত্র পরিবারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আশির্বাদ গ্রহণ করেন। পাল-পুরোহিত ফাদার ইম্মানুয়েল কে. রোাজারিও সকলকে এই পর্বীয় খ্রীষ্টযাগে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
কলিমনগর, পবিত্র পরিবার ধর্মপল্লীর প্রথম পর্বদিবস উদযাপন
Please follow and like us: