বিগত ২২-২৪ মে, ২০১৮ খ্রিস্টাব্দ সময়কালে কারিতাস রাজশাহী অঞ্চলের ফাদার চেস্কাতো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো সৃজনশীল পদ্ধতি ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোস্। রাজশাহী ধর্মপ্রদেশে বর্তমানে মোট স্কুল সংখ্যা ২৫টি। তন্মধ্যে কলেজ পর্যায়ে ১টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬টি, নিম্ন মাধ্যমিক পর্যায়ে ৬টি ও প্রাথমিক পর্যায়ের স্কুল সংখ্যা ১৩টি। বরেন্দ্র এলাকার স্কুলগুলো বর্তমানে ঊর্ধ্বমূখী অর্থ্যাৎ বেশীরভাগ স্কুলগুলোই ৮ম শ্রেণি পর্যন্ত। এজন্য এসকল স্কুলগুলোর শিক্ষকগণদের বিষয়ভিত্তিক সৃজনশীল প্রশিক্ষণ প্রদান করা অত্যন্ত প্রয়োজন। আর এসকল বিষয়কে অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণটির উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন মি. ডেনিস সি. বাস্কে, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. দীপক এক্কা, রিজিওনাল ম্যানেজার, আলোঘর প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল। উক্ত প্রশিক্ষণে রাজশাহী ধর্মপ্রদেশের চার্চ পরিচালিত নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ১০টি স্কুলের ২৭ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটিতে গণিতের ১৩ জন এবং বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম ও বিজ্ঞান বিষয়ের ১৪ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। গণিত বিষয়ে সহভাগিতা করেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ হতে আগত জনাব মো. শামীম মোল্লা, প্রভাষক, গণিত বিভাগ, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী এবং বাংলাসহ অন্যান্য বিষয়ে সহভাগিতা করেন প্রফেসর ড. শিরিন আখ্তার, সহযোগী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান), টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী। প্রশিক্ষণে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষকগণ বলেন, প্রশিক্ষণটি খুবই কার্যকর হয়েছে আমাদের জন্য। কারণ প্রশিক্ষণটির মাধ্যমে আমরা প্রশ্নপত্র প্রণয়ন ও খাতামূল্যায়ন পদ্ধতি সম্পর্কে সহজ ও সুন্দর ধারণা লাভ করেছি যা আমাদের বিদ্যালয়ে সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণের সময়সীমা বাড়ালে আমরা আরও ব্যাপক উপকৃত হবো। উল্লেখ্য যে প্রশিক্ষণটি কারিতাস ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রাম কর্তৃক আয়োজন করা হয় যার সার্বিক তত্ত্ববধানে ছিলেন মি. অসীম ক্রুশ, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা, কারিতাস ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রামস্, কারিতাস রাজশাহী অঞ্চল।
তথ্য প্রদানে: মি. অসীম ক্রুশ

Please follow and like us: