উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে বিগত ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সর্বমোট ১০৭ জন শিশু ও ১৭ জন এনিমেটর, ৪ জন ফাদার, ১ জন রিজেন্ট ও ১ জন সিস্টার নিয়ে পবিত্র শিশু মঙ্গল সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল ৯:০০ টায় ফাদার সুরেশ পিউরিফিকেশন ও সিস্টার পাপিয়া, এসসিসহ এনিমেটরদের সার্বিক তত্ত্বাবধানে আনন্দ র্যালি ও পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে শুরু হয় সেমিনার। খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্যকারী ফাদার প্রেম রোজারিও তার উপদেশ বাণীতে বলেন: শিশুরা যিশুর অতি আপনজন। শিশুরা নির্মল ও পবিত্র। তারা আমাদের ভবিষ্যৎ। তাই শিশুদের যত্ন ও সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের মানুষের মতো মানুষরূপে গড়ে তুলতে পারলে তারা পরিবার, সমাজ, মণ্ডলি ও দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে।
খ্রিস্টযাগের পর শিশুদের নিয়ে শুরু হয় প্রার্থনা প্রতিযোগিতা, বাইবেল কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শিশুদের অংশগ্রহণে ফাদার উত্তম রোজারিও সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। শিশুদের সক্রিয় অংশগ্রহণে প্রতিযোগিতা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে সেমিনারটি হয়ে উঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতা ও কুইজে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পাল-পুরোহিত ফাদার পল গমেজ ও ফাদার প্রেমু রোজারিও। সমাপনি বক্তব্যে ফাদার পল গমেজ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিশুদের সার্বিক কল্যাণ কামনা করেন। মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সেমিনারটি সমাপ্ত হয়।
রাজশাহী ক্যাথিড্রাল ধর্মপল্লীতে পবিত্র শিশু মঙ্গল সেমিনার
Please follow and like us: