উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে গত ১৯ মার্চ ২০২১ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশীয় প্রতিবন্ধী ভাইবোনদের বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়। এই তীর্থযাত্রার মূলসুর ছিল ‘তোমার কাজ করতে পারি যেন’। তীর্থযাত্রায় ক্যাথিড্রাল, মুশরউল ও কলিমনগর ধর্মপল্লী থেকে প্রায় ১২০ জন প্রতিবন্ধী ভাইবোন অংশগ্রহণ করেন। মূলসুরের উপরে সহভাগিতায় ফাদার উত্তম বলেন, ‘আমরা প্রতিবন্ধী ভাইবোনদের কখনো ছোট মনে করবো না বরং তাদের যত্নে ও সেবায় সবাই এগিয়ে যাবো। তাদের ভালবাসা ও যত্ন করলে তারা পরিবার, সমাজ, মণ্ডলি ও দেশে নিজেদের মর্যাদা লাভ করতে পারবে। আমাদের নৈতিক দায়িত্ব হল তাদের প্রতি ভালবাসা প্রকাশ করা’। একজন কারিতাস কর্মী বলেন, প্রতিবন্ধী ভাইবোনেরা আজ তোমাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রায় অংশগ্রহণ করেছ বলে তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা যারা সুস্থ-সবল মানুষ, আমরা প্রত্যেকেই তোমাদের পাশে আছি এবং থাকব।’ বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রায় প্রতিবন্ধী ভাইবোনদের জন্য বিশেষ খ্রীষ্টযাগ, ক্রুশের পথের ব্যবস্থা করা হয়।
-ফাদার সুরেশ পিউরীফিকেশন
ক্যাথিড্রাল ধর্মপল্লীতে প্রতিবন্ধী ভাইবোনদের বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রা
Please follow and like us: