ফাদার সুনীল রোজারিও। খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী সিটি, বাংলাদেশ।
গত ২১ মার্চ রাজশাহী সিটির মুশরইল অবস্থিত সাধু পিতরের ধর্মপল্লীতে পবিত্র শিশুমঙ্গল দিবস উদ্যাপন করা হয়েছে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টার সময় আদিবাসী সংষ্কৃতি অনুসারে শোভাযাত্রা করে শিশুরা প্রধান গির্জায় প্রবেশ করে। অনুষ্ঠানে পৌরহিত্য করেন ধর্মপল্লীর প্রধান ফাদার উইলিয়াম মুর্মু এবং তাকে সহযোগীতা করেন ফাদার সুব্রত কস্তা। ফাদার মুর্মু খ্রিস্টযাগের সময় তার উপদেশে বলেন, যিশু শিশুদের ভালোবাসতেন। তিনি তাঁর শিষ্যদের বলেছিলেন, “শিশুদের আমার কাছে আসতে দাও।” ফাদার বলেন, শিশুরা হলো নিষ্পাপ এবং স্বর্গরাজ্যে প্রবেশ করতে হলে সবাইকে শিশুদের মতো নিষ্পাপ হতে হবে। ফাদার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “শিশুরা যেমন পরিবারের, সমাজের, রাষ্ট্রের তেমনি মণ্ডলির। তাই আপনাদের প্রধান দায়িত্ব হলো, ওদের সুশিক্ষা দিয়ে গড়ে তোলা যেনো ভবিষ্যতে পরিবার, সমাজ, মণ্ডলি এবং দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।” তিনি জোর দিয়ে বলেন, “শিশুরা যদি বিপথে চলে যায় এর জন্য প্রধানত: দায়ী অভিভাবকগণ।”
খ্রিস্টযাগের পরে ছিলো সংক্ষপ্তি আকারে গির্জা চত্বরে শান্তির শোভাযাত্রা করা হয়। পরে শিশুদের নিয়ে নানা ধরণের খেলাধূলা, বাইবেল কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরের খাবারের পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠানে সহায়তা করেন শিশু মঙ্গলের এ্যানিমেটর, ধর্মপল্লীর সিস্টার এবং সাধু পিতর সেমিনারির শিক্ষার্থীগণ। করোনা ভাইরাসের কারণে গত প্রায় এক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা সবচেয়ে বেশি ভূক্তভোগী। আজকের এই দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের মধ্যে প্রাণের সারা দেখা গেছে। সাধু পিতর ধর্মপল্লীর- সন্তোষপুর, মিরকামারি এবং কেন্দ্রের মুশরইল গ্রাম থেকে ১২০জন শিশু উপস্থিত ছিলো।

Please follow and like us: