বিশপ জের্ভাস রোজারিও, ঈশ্বরের কাছে একটি নিবেদিত নাম। খ্রিস্টভক্ত, ফাদার, ব্রাদার ও সিস্টার সবার পূজনীয় ও শ্রদ্ধার পাত্র, আদশির্ক একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। গত ২২ মার্চ রাজশাহীর বিশপ ভবনে অতিব আনন্দের সাথে উদযাপন করা হয় বিশপ জেভার্স রোজারিও’র ১৪তম বিশপীয় অভিষেক বার্ষিকী। দিনের শুরুতে ঘরোয়া পরিবেশে প্রার্থনা মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয় এবং সন্ধ্যা ৬টায় বিশপ জের্ভাস রোজারিও সর্হাপিত খ্রিস্টযাগে যোগদান করেন রাজশাহী শহর ও তার আশে-পাশের মিশনে কর্মরত ফাদার ব্রাদার ও সিস্টারগণ। সেই সাথে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চল ও ওর্য়াল্ড ভিশনের কয়েকজন কর্মকতা। খ্রিস্টযাগের উপদেশে বিশপ মহোদয় বলেন, “বিশপ হলেও আমি একজন মানুষ। আমারও নানাবিধ দুর্বলতা বা সীমাবদ্ধতা আছে। তবে একজন বিশপ হিসেবে আমি সিনসিয়ারিটি নিয়ে আমার দায়িত্ব পালন করছি। তবে বিগত বছরগুলিতে আমাদের ধর্মপ্রদেশে যে সমস্ত উন্নয়নমূলক কর্ম সাধিত হয়েছে। তা আমার কোন ব্যক্তিগত অর্জন নয় বরং তা হচ্ছে আমাদের সকলের অর্জন। তাই আমি, আমার সহযোগি সকল ফাদার-সিস্টার-ব্রাদার এবং খ্রিস্টভক্তদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। খ্রিস্টযাগের পর বিশপ মহোদয়কে তার বিশপীয় বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন ও পরে উপহার প্রদান করা হয়।
আমরা রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার, সিস্টার, ব্রাদার ও খ্রিস্টভক্ত হিসেবে বিশপ মহোদয়ের জীবন ও বিশেষভাবে তার জীবন আহ্বানের জন্য ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি। প্রার্থনা ও আশীর্বাদ যাচনা করি, ঈশ্বর যেন উনাকে অনেক অনেক আর্শীবাদ ও শক্তি প্রদান করেন এবং তিনি যেন আরো সুন্দরভাবে তার রাজশাহী ধর্মপ্রদেশকে পরিচালনা করতে পারেন।

Please follow and like us: