গত ১ মে, ২০২১ খ্রিস্টাব্দ ক্যথিড্রাল ধর্মপল্লীর অধীনস্থ ধর্মহাটা গির্জায় অত্যন্ত ভাবগাম্ভির্যপূর্ণ ও উৎসবমুখর ভাবে শ্রমিক সাধু যোসেফের পর্ব উদযাপন করা হয়। পর্বের প্রস্তুতি স্বরূপ তিনদিনের বিশেষ নভেনা প্রার্থনা করা হয়। পর্বের দিন সকাল ১০:৩০ মিনিটে সাধু যোসেফের মূর্তি নিয়ে শোভাযাত্রা সহযোগে পবিত্র খ্রিস্টযাগ শুরু করা হয়। পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার পল গমেজ সাথে ছিলেন শ্রদ্ধেয় ফাদার বাবলু কোড়াইয়া, ফাদার উত্তম রোজারিও ও ফাদার সুরেশ পিউরীফিকেশন। এই পবীর্য় খ্রীষ্টযাগে প্রায় ২০০ জন খ্রিস্টভক্ত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন।

শ্রদ্ধেয় পাল-পুরোহিত তার উপদেশ সহভাগিতায় বলেন, ‘আজ আমরা শ্রমিক সাধু যোসেফের পর্ব পালন করছি। ধর্মহাটা গির্জার নতুন নামকরন করা হয় এই শ্রমিক সাধু যোসেফের নাম অনুসারে। এই গ্রামের জন্য এটা একটা বড় আশির্বাদ। সাধু যোসেফ ঈশ^রের পরিকল্পনা অনুসারে যিশুর পালক পিতা হবার দায়িত্ব পেয়েছিলেন। ঈশ্বরের প্রতি তাঁর নম্রতা ও বিশ্বস্ততার আদর্শ প্রকাশ করেছেন। এবছরটিকে সাধু যোসেফের বর্ষ হিসেবে ঘোষণা করা হয় তাই আমরা প্রত্যেকেই যেন সাধু যোসেফের গুণগুলো নিয়ে একটু ধ্যান করি ও নিজ জীবনে অনুশীলণ করতে পারি।
খ্রিস্টযাগের পর গ্রামবাসীরা একটি ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। ধন্যবাদ মূলক বক্তব্যে পাল-পুরোহিত বলেন, ‘আপনাদের সকলকে পর্বীয় শুভেচ্ছা জানাই এবং এই পর্বীয় খ্রিস্টযাগে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শেষে দুপুরের আহারের মধ্য দিয়ে পর্বীয় অনুষ্ঠানের সমাপ্তি হয়।

-ফাদার সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: