১২ মে আর্ন্তজাতিক নার্স বা সেবিকা দিবস। ১৯৬৫ খ্রিস্টাব্দের ১২ মার্চ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস প্রথমবার পালন করে আর্ন্তজাতিক নার্স দিবস। তারপর থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে দিনটি। তারই স্মরণে বনপাড়া ধর্মপল্লীতেও পালন করা হয় আর্ন্তজাতিক নার্স দিবস -২০২১ খ্রিস্টাব্দ। বিশ্ব নার্স বা সেবিকা দিবস উপলক্ষে বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করেন ড. ফাদার শংকর ডমিনিক গমেজ । খ্রিস্টযাগের উপদেশের পরপরই সেবিকাগণ পুণ্য বেদীর সামনে শপথ বাক্য পাঠ করেন। অত:পর বনপাড়া ধর্মপল্লীর ডিসপ্নেসারীতে কর্মরত দুইজন সিস্টার একজন নার্সসহ সকল সেবিকাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এরপর ধর্মপল্লীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাদার শংকর গমেজ। তিনি তার বক্তব্যে সকলের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরে একে অপরকে শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রির্পোটার
বনপাড়া ধর্মপল্লীতে আর্ন্তজাতিক নার্স বা সেবিকা দিবস উদযাপন
Please follow and like us: