গত ৭ মে, ২০২১ খ্রিস্টাব্দ বনপাড়া ধর্মপল্লীতে নতুন পালকীয় পরিষদ গঠন বিষয়ক সম্মিলনী খুবই সফল ও সার্থকভাবে অনুষ্ঠিত হয়েছে। উপাসনা পরিষদের সদস্য-সদস্যাগণ উদ্বোধনী প্রার্থনা ও পবিত্র শাস্ত্র পাঠ করেন। মিসেস ডালিয়া রোজারিও-এর পরিচালনায় ছোট সোনামণিরা নৃত্য পরিবেশন করে। আজকের মূল বক্তা শ্রদ্ধেয় ফাদার সুশান্ত ডি. কস্তা অত্যন্ত চমৎকার কিন্তু বাস্তবভিত্তিক ভাবে মূল সুর “পালকীয় পরিষদ”- এর উপর সাবলীল সহভাগিতা রাখেন। তার জ্ঞানগর্ভ সহভাগিতা প্রায় ১০০ জন অংশগ্রহণকারীর হৃদয় স্পর্শ করেছে। যার ফলশ্রুতিতে অংশগ্রহণকারীগণ সুন্দর সুন্দর প্রশ্ন, মতামত, মূল্যায়ন তুলে ধরেন। পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার বিকাশ এইচ. রিবেরু ঈশ্বরকে, মূল বক্তাসহ অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি চলমান পালকীয় পরিষদের বিলুপ্তি ঘোষণা করেন ও নবগঠিত স্টিয়ারিং কমিটির সদস্য-সদস্যাদের নাম ঘোষণা করেন। তিনি ধর্মপল্লীর উপস্থিত নেতৃবৃন্দকে আগামি পালকীয় পরিষদের জন্য যোগ্য, নিষ্ঠাবান ও ধর্মপরায়ন ব্যক্তিদের নির্বাচিত করতে অনুরোধ জানান। সিস্টার সুপিরিওর মেরী শুভ্রা, এসএমআরএ শেষ প্রার্থনা করেন। শ্রদ্ধেয় ফাদার সুশান্ত ডি. কস্তা শেষ আশীর্বাদ প্রদান করেন। অত:পর মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে পালকীয় সম্মিলনীর সমাপ্ত করা হয়।
– বরেন্দ্রদূত রির্পোটার

Please follow and like us: