বরেন্দ্রদূত রিপোর্টার
গত ১৭ মে, নবাই বটতলা অবস্থিত রক্ষাকারি মা মারীয়ার ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশের মধ্য ভিকারিয়ার যাজক ও ব্রতধারীনিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মধ্য ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী এবং কনভেন্ট থেকে ১৯জন সিস্টার, ১৩জন যাজক এবং ১জন ব্রাদার সভায় উপস্থিত ছিলেন। প্রতি বছর পাস্কা পর্বের পর নির্ধারিত কোনো ধর্মপল্লী বা প্রতিষ্ঠানে যাজক ও ব্রতধারীনিরা মিলিত হোন- জীবন ও পালকীয় কাজেরর সহভাগিতা করাার জন্য।
এ বছরও একই উদ্দেশ্যে সবাই নবাই বটতলা সমবেত হোন সহভাগিতা করার জন্য। সকাল ১০টায় সরকারের স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান শুরু হয়। নিবেদিত প্রাণ পরিষদের আহ্বায়ক এবং রক্ষাকারি মা মারীয়া ধর্মপল্লীর প্রধান ফাদার মাইকেল কোড়াইয়া সবাইকে আহ্বান এবং স্বাগত জানান। এই মিলনমেলা অনুষ্ঠানে প্রায় সবাই তাদের পালকীয় জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। করোনা ভাইরাস মহামারির কারণে এবং নানা বিধি নিশেষ ধারার পরও পালকীয় কাজ যে থেমে নেই- অনেকে তা উল্লেখ করেছেন। মণ্ডলির চলার গতি হয়তো কিছুটা মন্থর হয়েছে- কিন্তু ভক্তগণ তাদের বিশ্বাস থেকে সরে যাননি। অনেকে প্রাচীন মন্ডলির বাস্তবতার সঙ্গে মিলিয়ে বলার চেষ্টা করেছেন যে, সে সময় মণ্ডলিতে মানুষের তৈরি নির্যাতন ছিলো। কিন্তু তা সত্বেও মণ্ডলি তার চলার পথ থামিয়ে দেয়নি। এখন ঠিক তেমনটি না হলেও প্রাকৃতিক দর্যোগ বাঁধার সৃষ্টি করছে। তার পরেও মণ্ডলি তার পালকীয় দায়িত্ব থেকে অব্যাহত নেয়নি। মণ্ডলির ইতিহাসে প্রতিকূলতা ছিলো এবং থাকবে। কিন্তু ঈশ্বর চান এইসব জয় করে আমরা যেনো এগিয়ে যাই।
সবশেষে ফা. উইলিয়াম মুর্মু এবং ধর্মপ্রদেশের চ্যাঞ্চেলোর, সবাইকে ধন্যবাদ জানান এবং প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এর পর পরই পরিষদের আহ্বায়ক ফা. মাইকেল কোড়াইয়া, সবাইকে ধন্যবাদ এবং মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানান।
রক্ষাকারি মায়ের কোলে নিবেদিতদের মিলন
Please follow and like us: