গত ২১ মে, শান্তিরাজ খ্রিস্ট, চাঁদপুকুর ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ার যাজক ও ব্রতধারীনিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তর ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী এবং কনভেন্ট থেকে ৮জন সিস্টার, ১২জন যাজক সভায় উপস্থিত ছিলেন। প্রতি বছর পাস্কা পর্বের পর নির্ধারিত কোন ধর্মপল্লী বা প্রতিষ্ঠানে যাজক ও ব্রতধারীনিরা মিলিত হন – জীবন ও পালকীয় কাজেরর সহভাগিতা করার জন্য।
এ বছরও একই উদ্দেশ্যে সবাই চাঁদপুকুর ধর্মপল্লীতে সমবেত হন। সকাল ১০:৩০ টায় সরকারের স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান শুরু হয়। নিবেদিত প্রাণ পরিষদের সেক্রেটারী ফাদার স্বপন পিউরীফিকেশন সবাইকে আহ্বান এবং স্বাগত জানান। পরে দায়িত্বপ্রাপ্ত সেবকের আনন্দপূর্ণ সহাভাগিতা এ মূলসুরের উপরের ভিত্তি করে প্রায় সবাই তাদের পালকীয় জীবনের অভিজ্ঞতা সহভাগিতা করেন।
সবশেষে চাঁদপুকুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বেলিসারিও চিরো মন্তোয়া, সবাইকে ধন্যবাদ জানান এবং প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এর পর পরই পরিষদের সেক্রেটারি ফাদার স্বপন পিউরীফিকেশন, সবাইকে ধন্যবাদ এবং মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানান।
বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: